বাংলা হান্ট ডেস্কঃ ‘রেমাল আসবে, রেমাল আসবে’ করে গত কয়েকটা দিন বেশ উৎকণ্ঠায় কেটেছে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal)। রবিবার থেকেই চোখে পড়েছিল এই ঘূর্ণিঝড়ের দাপট। সোমবার বিকেল অবধি চলেছে বৃষ্টি। তবে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হয়েছে। মঙ্গল সকালে মেঘের পর্দা সরিয়ে দেখা গিয়েছে সূর্যের মুখ। এর মাঝেই সামনে এল আবহাওয়ার নতুন আপডেট (Weather Update)।
রেমালের দাপটে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমেছে। টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়ার জেরে গত দু’দিন গরমের তেমন চোখ রাঙানি সহ্য করতে হয়নি। লাগাতার বৃষ্টিতে শহর কলকাতার (Kolkata) তাপমাত্রাও নিম্নমুখী। সোমবার যেমন তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। তবে মঙ্গল থেকেই বদলে যাবে ‘খেলা’!
রবিবার থেকে টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে গরমের তেমন দাপট দেখা যাচ্ছে না। তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা থাকছে না। ফের একটু একটু বাড়তে থাকবে তাপমাত্রা পারদ। অর্থাৎ রেমাল সরতেই ফের গুটি গুটি পায়ে এগোতে শুরু করেছে গরম।
আরও পড়ুনঃ লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন! অফিস টাইমে ব্যাহত হাওড়া-বর্ধমান মেন লাইনের পরিষেবা
আবহাওয়ার ভাবগতিক বলছে, আবারও গরম বাড়তে চলেছে। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী কয়েকদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ রেমালের জন্য ঝড়-বৃষ্টি হয়ে গত কয়েকদিনে যে তাপমাত্রা কমেছে, তাঁর পুনরায় বাড়তে চলেছে।
তাপমাত্রা বাড়লেও অবশ্য আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে গত দু’দিনের মতো ভারী বর্ষণ নয়, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শনিবার অবধি দক্ষিণের সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরে আবার আজ থেকে বর্ষণ বাড়তে চলেছে। উত্তরবঙ্গের তিন জেলায় সতর্কতা জারি করা হয়ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।