বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশ্য চড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে খবর, মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। তাপমাত্রার ৪০ ডিগ্রিে পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আজ থেকেই একলাফে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। দক্ষিণের কিছু জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির যেমন সম্ভাবনা কম, তেমনই তাপপ্রবাহেরও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে ফের সূর্যের তাপে পুড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
তবে হাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার দ্বারা উত্তর-পশ্চিম বায়ু ঢুকছে রাজ্যে। তাই আগামী ৫ দিনে দু’-একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
যদিও তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি এখনও পর্যন্ত। এখনই ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলছে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যে বর্ষা ঢুকবে সময় অনুযায়ীই। তাই আপাতত হাঁসফাঁস গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকেই মালদহ সহ দুই দিনাজপুরে তাপমাত্রা অনেকটা বাড়তে পারে।