কৃপণ বৃষ্টি! হুহু করে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, মন খারাপ করা খবর দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের (South Bengal) দুটি জেলার ক্ষেত্রে তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া : শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : শনিবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া : পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছু বাড়লেও তারপরের ৪৮ ঘন্টায় তা ফের কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

সম্পর্কিত খবর

X