বাংলা হান্ট ডেস্ক : সকাল কিংবা রাত, প্রায় সারাদিনই তীব্র গরমের বজায় থাকছে পশ্চিমবঙ্গ (West Bengal Report) জুড়ে। আকাশের মুখ ভার। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা শহর সহ শহরতলির মানুষদের। চলতি সপ্তাহে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছে না , কিন্তু আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipore Weather Office) তবে নিশ্চিতভাবে তারা কিছু বলতে পারছে না। ইতিমধ্যে ৪১ ডিগ্রির উপর চলে গিয়েছে তাপমাত্রার পারদ। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৪২.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩২.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৩%
কলকাতার আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নববর্ষের দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজ্যের অন্তত ১৪টি জেলায়। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আগামী এক সপ্তাহ ৪০ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে শহরের তাপমাত্রা। চিটেফোটে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের মতো সেখানেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাজ্যে উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া প্রবেশ করছে। একইসঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অনেক কম পরিমাণে প্রবেশ করছে। ফলে অস্বস্তি বাড়ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। তবে ২০ তারিখের পর বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনার আভাস দেওয়া হয়েছে। যদিও এরই সঙ্গে আবহাওয়া দফতরের বক্তব্য, এতটা আগেভাগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া যায় না। এই আবহে আপাতত আবহাওয়ার ওপর নজর রাখার কথাই বলেছে আলিপুর হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া : বেড়েই চলেছে গরমের দাপট। কোনওভাবেই স্বস্তি মিলছে না মানুষদের। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের মানুষই তীব্র গরমের দাপটে নাজেহাল। আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া একই রকম থাকবে। নেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা। তাপ প্রবাহের সর্তকতা জারি রয়েছে জেলায় জেলায়।