বাংলাহান্ট ডেস্কঃ এবছর ২০২০ সালে চার বছর পরে কলকাতায় ফেব্রুয়ারিতে তাপমাত্রা নামল ১২ ডিগ্রির কোঠায়। রৌদ্র ঝলমলে দিনে উত্তরের হিমেল হাওয়ায় এই ফেব্রুয়ারি মাসেও বেশ শীতের আমেজ অনুভব করা গেছে । আকাশ পরিষ্কার থাকায় এবং উত্তরে হাওয়ার দাপটে গত কয়েকদিনে তাপমাত্রা নেমে গেছে বেশ কয়েক ডিগ্রী । যদিও এই রেকর্ড শীতেও বৃষ্টি পিছু ছাড়ল না। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে আবারো বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে।
আজ থেকেই দক্ষিনবঙ্গে ও পশ্চিমের জেলা গুলিতে নামতে চলেছে বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী ভাসতে চলেছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ,বীরভূম সহ পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল। বৃহস্পতিবার থেকে ভাসতে চলেছে দক্ষিন বঙ্গও।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার কলকাতার তাপমাত্রা একধাক্কায় বেড়্রেছে ৪ ডিগ্রি। সকালে ছিল মাঝারি কুয়াশাও। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পূবালী হাওয়ার সঙ্গে ঢুকছে জলীয়বাষ্প পূর্ণ বাতাস। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার কারনেই ফেব্রুয়ারির এই অকাল বৃষ্টি।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯৭ শতাংশ।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুত্ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। বৃহস্পতিবার থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়। শুক্রবার ও রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।