অখিলেশ আর মায়াবতীকে জোর ঝটকা যোগীর, আজই ১০ MLC যোগ দিচ্ছেন বিজেপিতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টির ১০ জন বিধান পরিষদ আজ বিজেপিতে নাম লেখাতে চলেছেন। সোমবার বিজেপি রাজ্য সদর দফতরে যোগদান কমিটির বৈঠকে বিধানসভা নির্বাচনে এসপি, বিএসপিকে ধাক্কা দিতে তাদের বর্তমান বিধান পরিষদ সদস্যদের দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপির সূত্র অনুযায়ী, যোগদান কমিটির কাছে সপা আর বসপা MLC সহ ১০০ জন বড় নেতাকে বিজেপিতে যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছিল। যোগদান কমিটি সপা আর বসপা MLC রবিশঙ্কর সিং, সিপি চন্দ্র, অক্ষয় প্রসাদ সিং, রমা নিরঞ্জন, কুমার সিং সহ বাকিদের বিজেপিতে যোগ দেওয়ানোর প্রস্তাবে রাজি হয়ে যায়।

অখিলেশ যাদবের দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অধিকতর বিধান পরিষদ সদস্য পুরসভা এলাকার MLC। বিজেপি তাঁদের আগামী নির্বাচনে প্রার্থী করার প্রস্তাবে সহমত পোষণ করেছে। সপার সদস্যদের বিজেপিতে যুক্ত করানোর জন্য রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বড় ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান পর্ব অখিলেশ যাদব এবং তাঁর দলের জন্য যে অশনি সঙ্কেত তা আর বলার অপেক্ষা রাখে না।

এমনকি বিজেপি বর্তমানে সমাজবাদী পার্টির কয়েকজন বিধায়ককেও দলে নেওয়ার জন্য রাজি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সমাজবাদী পার্টির কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

X