চুল নিয়ে ব্যবসা থেকে বিবাদ, দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙা! বাঁশ নিয়ে চলল মারধর! আহত ১০

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়ে চলেছে যেখানে মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত একটি এলাকায় মারমুখী দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি থেকে শুরু করে লাঠি দিয়ে একে অপরকে মারধরের চিত্র ফুটে উঠেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে দুই গোষ্ঠীর প্রত্যেককে একে অপরের দিকে লাঠি নিয়ে তেড়ে যেতেও দেখা যায়। মুহূর্তের মধ্যে রাস্তার মধ্যে তুমুল হট্টগোলেরও সৃষ্টি হয়।

ঘটনার কেন্দ্রস্থল মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা এলাকা। ভাইরাল ভিডিওটিতে ওই এলাকায় বেশ কয়েক সংখ্যক মানুষকে নিজেদের মধ্যে হাতাহাতি করতে দেখা দিয়েছে। এই ঘটনায় আপাতত 10 জন আহত হয়েছে এবং প্রত্যেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কি কারণে এহেন উত্তপ্ত পরিস্থিতি?

পুলিশ সূত্রে খবর, দুই পরিবারের সদস্যদের মধ্যে বাদানুবাদের কারণে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায় এদিন। জানা গিয়েছে, দুই পরিবারের চুলের ব্যবসা রয়েছে, নেপাল এবং বিহারের মতো জায়গায় তারা এই ব্যবসা করে থাকে। বহু দিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলে আসছে। গতকাল এলাকায় সালিশি সভায় সেই দুই পরিবারই উপস্থিত থাকে এবং সভা চলাকালীন শুরু হয় বাদানুবাদ। তা থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে।

বর্তমানে সেই ঝামেলা এতটাই গুরুতর হয়ে পড়ে যে মারধরের ফলে 10 জন আহত হয়ে মেডিকেল কলেজে পর্যন্ত ভর্তি হন। তবুও মারমুখী দুপক্ষকে না থামাতে পেরে শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়া হলে বর্তমানে তারা এসে দুপক্ষকেই শান্ত করতে সক্ষম হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Sayan Das

সম্পর্কিত খবর