বাংলা হান্ট ডেস্কঃ সচিন তেন্দুলকার শুধু ভারতীয় ক্রিকেটেই নয় বিশ্ব ক্রিকেটে এমন এক নাম যেটা শুনলে শুধু ক্রিকেটার হিসেবেই নয় মানুষ হিসেবেও তাকে সম্মান করে সকলে। তার কারণ তিনি শুধু ব্যাটে ঝুড়ি ঝুড়ি রানই করেন নি নিজের স্বচ্ছ ভাবমূর্তি তিনি সারা জীবন বজায় রেখেছেন। সেই কারণে ভারতীয় ক্রিকেটেই নয় সারা বিশ্ব ক্রিকেটেও শচীনকে ক্রিকেটের ঈশ্বর হিসেবে মানা হয়। তার কারণ শচীনের স্বচ্ছ ভাবমূর্তি। দীর্ঘদিনের ক্রিকেট জীবনে কখনো কোনো বিতর্কে জড়াননি তিনি, এখন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও সেই একই ধারা বজায় রেখে চলেছেন নিজের ব্যক্তিগত জীবনেও।
এবার সেই শচীন টেন্ডুলকারের নাম ভাড়িয়েই কোচ নিয়োগ করা হচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লালচাঁদ রাজপুত এমনই অভিযোগ করেছেন। লালচাঁদ রাজপুত এমন অভিযোগ করেছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন শীর্ষ কর্তাদের বিরুদ্ধে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সমস্ত বয়স ভিত্তিক রাজ্য স্তরের টুর্নামেন্ট গুলি হয় সেই সমস্ত টুর্নামেন্টের দলগুলিতে শচীন টেন্ডুলকারের নাম ভাঁড়িয়ে বেশ কয়েকজন কোচ, ট্রেনার, ফিজিশিয়ান নিয়োগ করা হয়েছে। অথচ এই ব্যাপারে কিছুই জানানো হয়নি শচীন টেন্ডুলকারকে। আর কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম এইভাবে মিথ্যা ব্যবহার করে এই সমস্ত কাজকর্মই মেনে নিতে পারেননি তিনি। আর সেই কারণেই তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন শীর্ষ কর্তার বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন।