ওয়াইসির গড়ে তোলপাড়, মিম প্রধানের বিরুদ্ধে লোকসভা প্রার্থী ‘সানিয়া’! কোন দলের হয়ে লড়বেন?

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হাতের তুরুপের তাস হতে পারেন সানিয়া মির্জা (Sania Mirza)। সূত্রের খবর, মিম প্রধান ওয়াইসি (Asaduddin Owaisi) এবং গেরুয়া শিবিরকে মাত দিতে টেনিস সুন্দরীকে দলে চাইছে কংগ্রেস। রাজনৈতিক মহলের গুঞ্জন, টেনিস কোর্টের পর এবার রাজনীতির কোর্টে দাপট দেখাতে পারেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা।

গত বুধবার রাতে তেলেঙ্গানার যে কয়টি আসনের প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে তারমধ্যে হায়দরাবাদের নাম নেই। খুব সম্ভবত এই হায়দরাবাদ থেকেই সানিয়া মির্জাকে প্রার্থী করার চিন্তাভাবনা করছে হাত শিবির। সূত্রের খবর, গতকালের বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সানিয়ার নাম সামনে রাখেন।

আরও পড়ুন : সায়নীর দেওয়াল লিখন মোছার অভিযোগ, নাবালককে জুতোপেটা তৃণমূল নেতার

এখানে উল্লেখ্য যে, হাত শিবিরের সাথে প্রাক্তন ক্রিকেট তারকার ঘনিষ্ঠতা বহুদিনের। তিনি কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। এহেন আজহারের ঘনিষ্ঠ হলেন সানিয়া মির্জা। এমন আবহে সানিয়া মির্জার সাথে কোনও আলোচনা না করেই তিনি তার নাম প্রস্তাব নিশ্চয় করেননি‌। রাজনৈতিক কারবারিদের মতে, এই প্রস্তাবে সানিয়ার সম্মতি থাকলেও থাকতে পারে।

আরও পড়ুন : আগামী রবিবার পর্যন্ত টানা দুর্যোগ, হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে! কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?

singapore wta tennis webf 5

তেলেঙ্গানা কংগ্রেসের দখলে থাকলেও ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ কেন্দ্রটি রয়েছে এআইএমআইএমের ওয়েইসির দখলে। সেখানকার সাংসদ পদেও তিনিই রয়েছেন। ইতিমধ্যেই ওয়াইসিকে হারানোর জন্য সেখানকার প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং বিআরএস। এমতাবস্থায় সানিয়া মির্জা কংগ্রেস প্রার্থী হলে বেশ জোরদার লড়াই হবে সেকথা বলাই বাহুল্য।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর