নেপালের উত্তেজিত রাজনৈতিক অবস্থার মধ্যেও নাক গলাচ্ছে চীন, প্রধানমন্ত্রীত্ব ছাড়তে পারেন ওলি

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে নেপালে (nepal) রাজনৈতিক অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। ফাটল ধরেছে নেপালের সত্ত্বাধারী কমিউনিস্ট পার্টির মধ্যে। দুভাগে বিভক্ত হয়ে একদল রয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির (k. p. sharma oli) পক্ষে এবং অপর দিক রয়েছে প্রচণ্ড-এর সমর্থকরা।

নেপালের এই রাজনৈতিক সংকটের মধ্যেও নাক গলাতে শুরু করেছে চীন (china) সরকার। আজ নয়ত কাল, নেপালের সঙ্গে চীনে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, একথা জানার পরও নেপালের এই রাজনৈতিক সংকটের মধ্যে নাক গলাচ্ছে ভূমাফিয়া চীন। এই পরিস্থিতিতে নেপালের রাজনীতিতে নিজের অস্তিত্ব কায়েম রাখতে কাঠমান্ডুতে উচ্চস্তরীয় এক প্রতিনিধি মণ্ডল পাঠিয়ে নেপাল কমিউনিস্ট পার্টির সমস্যা মেটানোর চেষ্টায় রয়েছে চীন সরকার।

KP Sharma Oli

চীনের কমিউনিস্ট পার্টির বিদেশ বিভাগের সবথেকে বরিষ্ট ভাইস মিনিস্টারসহ ৪ সদস্যের প্রতিনিধি মন্ডলের সঙ্গে ইতিমধ্যেই কাঠমান্ডুতে পৌঁছে গেছেন। সেখানে তাদের একমাত্র উদ্দেশ্য হল, নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যেকার বিভাজনকে আবার আগের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া। যাতে ভূমাফিয়া চীন আবারও এই সুযোগের সদব্যাবহার করে নেপালের জমি অধিগ্রহণ করতে পারে।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সংসদ বিভাগের সিদ্ধান্ত গ্রহণের পর চীনের পাঠানো পার্টির মধ্যেই ফাটল ধরেছে। এই পরিস্থিতিতে চীনের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। একদিকে তাদের পাঠানো কমিটির মধ্যে ফাটল ধরে গিয়েছে এবং অন্যদিকে নেপালের উপর তাদের বাঁধনও আলগা হয়ে গেল। এই পরিস্থিতিতে কেপি শর্মা ওলিকে কোণঠাসা করে প্রচণ্ডকে প্রধানমন্ত্রী করার চেষ্টায় বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করছে চীন সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর