বাংলা হান্ট ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। এই সিরিজের আগে, টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড়রা চেন্নাইতে প্রি-সিজন ক্যাম্পে অংশ নিচ্ছেন। সেখানেই সম্পন্ন হবে প্রথম টেস্ট ম্যাচটি। এদিকে দীর্ঘ বিরতির পর রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ফের টেস্ট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, আগামী কয়েক মাস একাধিক টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে ভারতীয় দল।
চিন্তা বাড়াচ্ছেন রোহিত (Rohit Sharma):
এমন পরিস্থিতিতে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে টেস্ট মরশুম শুরু করতে চাইবে রোহিত বাহিনী। তবে, তার জন্য অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma) ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিন্তু, এখানেই রয়েছে বড় চিন্তা। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের টেস্ট রেকর্ড খুবই একটা ভালো নয়।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সাফল্য পাননি রোহিত: জানিয়ে রাখি যে, রোহিত শর্মা (Rohit Sharma) টেস্টে ওপেনিং শুরু করার পর থেকে এই ফরম্যাটে টিম ইন্ডিয়ার জন্য অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাই, স্বাভাবিকভাবেই ভারতীয় অনুরাগীরা আসন্ন সিরিজেও তাঁর কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশা রাখবেন। তবে বাংল, দেশের বিরুদ্ধে রোহিত শর্মার টেস্ট রেকর্ড একটা উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।
আরও পড়ুন: এই রাজ্যের বাসিন্দাদের খুলল কপাল! আদানির দৌলতে ২৫ বছর ধরে সস্তায় মিলবে বিদ্যুৎ
কারণ, বাংলাদেশের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট থেকে এখনও পর্যন্ত কোনও বড় ইনিংস আসেনি। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, রোহিত (Rohit Sharma) তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ৩ টি টেস্ট খেলেছেন। ওই ৩ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩ রান। যেখানে তাঁর সর্বোচ্চ স্কোর হল ২১ রান। এই পরিসংখ্যান কোনও দিক দিয়েই ভালো বলা যাবে না। এমন পরিস্থিতিতে, আগামী দুই ম্যাচে ভালো পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের বিরুদ্ধে নিজের এই পরিসংখ্যানের উন্নতি করতে চাইবেন রোহিত।
আরও পড়ুন: মুকেশ আম্বানির এই কোম্পানি বিনিয়োগকারীদের করল মালামাল! মাত্র ২১ টাকায় মিলছে শেয়ার
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিশেষ প্রস্তুতি: সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস সৃষ্টি করে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যার ফলে বাংলাদেশ দল এখন চরম আত্মবিশ্বাসী রয়েছে। যে কারণে ভারতীয় দলও সতর্ক রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মোকাবিলা করতে চেন্নাইয়ে বিশেষ প্রস্তুতি নিতে দেখা গেছে ভারতীয় প্লেয়ারদের। প্রি-সিজন ক্যাম্পে, ভারত এমন কিছু বোলার বেছে নিয়েছিল যাঁরা বাংলাদেশের বোলারদের মতো একইভাবে বল করতে পারেন এবং ব্যাটাররা তাঁদের বিরুদ্ধে প্রচুর অনুশীলন করেছেন। সেই সঙ্গে এটাও খবর আসছে যে, চেন্নাই টেস্টের জন্য লাল মাটির পিচ ব্যবহার করা যেতে পারে। কারণ, বাংলাদেশের প্লেয়ারদের কালো মাটির পিচে খেলার অভ্যাস আছে। এমন পরিস্থিতিতে, শেষ পর্যন্ত কোন ধরণের পিচে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।