মালদায় টেন্ডার পাওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি! নিহত দুই, আহত একাধিক

বাংলাহান্ট ডেস্ক : গোষ্ঠীকোন্দল যেন কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দলের। এবার ঘটনাস্থল মালদহ (Malda)। স্থানীয় সূত্রের খবর, মানিকচক এলাকার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। ব্যাপক বোমাবাজি (Bomb Blast) ও গুলিতে মানিকচক এলাকা উত্তপ্ত হয়ে ওঠার পাশাপাশি দুপক্ষের সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। ভোরবেলা ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াইয়ের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী (Police Force)।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের একটি টেন্ডারকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, টেন্ডার পাওয়ার বিষয়টির জেরে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল অঞ্চল সভাপতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বেশ কিছুদিন ধরেই খবর আসছিল গ্রাম পঞ্চায়েত প্রধান নিজের ক্ষমতার জোরে কাজ পাইয়ে দিচ্ছেন অনুগামীদের। আর সেই কারণেই কোনরকম কাজ পারছিলেন না সভাপতির অনুগামীরা। ফলে, বহুদিন থেকেই ক্ষোভ জমা হচ্ছিল সভাপতির অনুগামীদের মধ্যে।

এরপরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে শনিবার রাতে। অভিযোগ ফোন করে একে অপরকে হুমকি দেন তারা। এরপর ভোর রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক বোমাবাজি ও গুলির বৃষ্টি। এর ফলে সারা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। কাক ভোরে ভয় সন্ত্রস্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, পুলিশ বাহিনী পৌঁছালে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এখনো পর্যন্ত সারা এলাকায় পুলিশের টহলদারি চলছে। এর আগেও দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে মালদার মানিকচক এলাকা। গত ২৮ শে মে এই এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর