ফের ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার! তবে পাবেন শুধু এই সকল কর্মীরাই…

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের খুশি যেন থামার নামই নিচ্ছে না। কিছুদিন আগেই এক মাসের এক্সট্রা DA (Dearness Allowance) দিয়েছে মমতা সরকার (West Bengal Government)। একাধিক দপ্তরের কর্মীদের ভাতা বেড়েছে। এরই মধ্যে এবার রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ভাতা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার (Government Employees)। যেই ঘোষণায় কার্যতই খুশির হাওয়া অধিকাংশ কর্মীদের মনে।

কাদের ভাতা বাড়ল?

জানিয়ে রাখি প্যারাটিচার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষা, অ্যাকাডেমিক সুপারভাইজার, এবং এসএসকে ও এমএসকে শিক্ষাকর্মী- রাজ্যের স্কুলশিক্ষা দফতরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। একদিন আগেই স্কুলশিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এ বার থেকে রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে (West Bengal Government)। ইতিমধ্যেই এই নিয়ে জারি হয়েছে নির্দেশিকা।

৬০ বা ৬৫ বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ৫ লক্ষ টাকা পাবেন ওই সরকারি কর্মচারীরা। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দফতরের অধীনস্থ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সব কর্মীদের অবসরের পরে এককালীন ভাতার অঙ্ক বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হল। এই সুবিধার আওতায় আসবেন প্যারাটিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষা সহ এসএসকে ও এমএসকে শিক্ষাকর্মীরাও।’

mamata govt holiday

আরও পড়ুন: শালবনি, গড়বেতা অতীত! এই দুর্দান্ত জায়গায় হচ্ছে সৌরভের ইস্পাত কারখানা, হবে বিপুল কর্মসংস্থান

গত ১ এপ্রিল মাস থেকেই কার্যকর করা হল এই নয়া নীতি। রাজ্য তরফে জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতিও মিলেছে এতে। আগেই এই নিয়ম আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে কার্যকর হয়েছে। এবার থেকে রাজ্যের স্কুলশিক্ষা দফতরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীরাও এই সুবিধা পেতে চলেছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর