বাংলা হান্ট ডেস্ক: মুহূর্তের মধ্যে বদলে গেল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের চিত্র। কুম্ভ মেলা (Kumbh Mela) থেকে ভেসে আসছে আর্তনাদ। মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে সেখানে উপচে পড়ে জনস্রোত। আর তখনই ঘটে যায় বিরাট বড় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, আহত হয়েছেন বহু। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, খোঁজ মিলছে না অনেকের। আর প্রিয়জনদের হারিয়ে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে।
কুম্ভ মেলায় (Kumbh Mela) খোঁজ মিলছে না বহু মানুষের:
মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার ছিল মহাকুম্ভে (Kumbh Mela) “অমৃত স্নান”। সেই উপলক্ষে ভোররাত থেকেই পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করে। ধাক্কাধাক্কি, ঠেলাঠেলিতে পদপিষ্ট হন বহু মানুষ। একজোটে পুণ্যস্নান করতে এসেছিলেন অনেক পরিবার। কিন্তু এই দুর্ঘটনার জেরে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তাঁরা এমনটাই খবর উঠে আসছে। কেউ খুঁজে পাচ্ছেন না বাবাকে, আবার কেউ মাকে। অনেকে আবার সন্তানের খোঁজে দিশেহারা। যার জন্য মেলাচত্বরে থাকা কেন্দ্রীয় হাসপাতালের সামনে ভিড় বাড়ছে নিখোঁজদের পরিজনদের। পরিবারকে হারিয়ে ফেলার ভয়ে হাহাকার শুরু হয়েছে কুম্ভ মেলার প্রাঙ্গণ জুড়ে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই পরিস্থিতি সামলানোর জন্য নামানো হয়েছে পুলিশ, বাহিনী, আধা সামরিক বাহিনী, NSG এবং RAF। এমনকি মাইকিংও করা হচ্ছে বলে তথ্য মিলেছে। মাইকিং করে নাম ধরে ধরে ঘোষণা করা হচ্ছে, যাতে পরিজনদের খোঁজ পান পুণ্যার্থীরা। যদিও কুম্ভ মেলায় (Kumbh Mela) এমন পরিস্থিতির জন্য যোগী প্রশাসনকেই দায়ী করছেন তাঁরা। নিখোঁজদের পরিজনদের কথায়, কোটি মানুষের ভিড়, অথচ ন্যূনতম ব্যবস্থা করেনি প্রশাসন। আর যার ফলে এমন ঘটনা ঘটে গেছে।
আরও পড়ুন: রমজান মাস উপলক্ষ্যে বিশেষ প্যাকেজ! রেশন ডিলারদের জন্য বিরাট নির্দেশ
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৌনী অমাবস্যা উপলক্ষে এদিন প্রয়াগরাজের সঙ্গমস্থলে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন। জনস্রোতের কারণে বেসামাল হয়ে পড়েন মেলা কর্তৃপক্ষ। যদিও মাত্রাতিরিক্ত ভিড় দেখে একাধিকবার ঘোষণার মাধ্যমে ভক্তদের দ্রুত ঘাট খালি করার অনুরোধ জানানো হয় মেলা কর্তৃপক্ষর তরফ থেকে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর এরপরই মুহূর্তের মধ্যে এলাকায় পদপিষ্টর মত ঘটনা ঘটে যায়। যার ফলে আতঙ্ক বাড়তে থাকে।
আরও পড়ুন: মহাকুম্ভে কেন ঘটল পদপিষ্টের ঘটনা? ঠিক কী হয়েছিল সেই সময়ে? ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন প্রত্যক্ষদর্শীরা
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও কুম্ভ মেলার (Kumbh Mela) প্রাঙ্গণে আগুন লাগার খবর উঠে আসে। আর এবার এমন মর্মান্তিক ঘটনা। যার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। যদিও এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। এমনকি তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি মেলা প্রাঙ্গণে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে পরবর্তীতে আর কোনও সমস্যার মুখে পড়তে না হয়।