বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতার (Kolkata) বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Terrible massive fire)। শনিবার ভোর রাতে ব্যাঙ্কশাল কোর্টের পিছনের পুরনো বহুতলে ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে সব। ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। তবে এখনও আয়ত্তে আসেনি পরিস্থিতি।
শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ব্যাঙ্কশাল কোর্টের পিছনের পুরনো ওই বহুতলে হঠাৎই আগুন লেগে যায়। বাড়ির ভিতর থেকে বারবার বিস্ফোরণের শব্দ ভেসে আসে। আগুনের জেরে বহু পুরনো ওই বাড়ির একাংশ ভেঙে পড়েছে। জানা গিয়েছে ওই বহুতলের কিছুটা অংশ কাঠের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলেও অভিযোগ, তার প্রায় ৩০-৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যার জেরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। যে বহুতলে আগুন লেগেছে তার থেকে কিছুটা দূরেই দমকলের অফিস। মাত্র ১০ মিনিটের পথ। সেই রাস্তা আসতে এত বেশি সময় লাগায় দমকলের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।
পাশাপাশি দমকলের ওপর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরাও। সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছলে আগুন এত মাত্রায় ছড়িয়ে পড়তো না বলে দাবি করেন তারা। এই বিষয়ে দমকলের এক আধিকারিক বলেন ঘটনাস্থলে আসার পরে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হয়। সেই কারণে আরও দেরি হয়।
আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো, DA-র পর এবার ৬% সুদ সমেত মিলবে এই ভাতাও
জানা গিয়েছে বহু পুরোনো ওই বহুতলে কমপক্ষে ২০-২৫টি পরিবারের বসবাস করেন। ইতিমধ্যেই তাদের সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের প্রাথমিক অনুমান, এসির শর্টসার্কিট থেকেই আগুন লেগে যায়। এলাকাবাসীর একাংশের অভিযোগ, ভোর রাতে বারবার সিলিন্ডার ফাটার আওয়াজ শোনা গিয়েছিল। কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ, ওই বাড়িটিতে রাসায়নিক গুদাম থাকার কারণেই এই অগ্নিকাণ্ড।