বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় তীর্থযাত্রী বোঝাই একটি বাসে জঙ্গিরা হামলা চালায়, এই হামলায় 10 জন নিহত এবং 33 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে অমরনাথ যাত্রায় হামলার আদলে এই হামলা চালানো হয়েছে, যা ছিল গত এক দশকে জম্মুতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, লস্করের সহযোগী সংগঠন এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলাকারীর সংখ্যা 3 থেকে 4 জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে, এই জঙ্গিরা কয়েকদিন আগে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সন্ত্রাসীদের প্রথম উদ্দেশ্য ছিল তীর্থযাত্রীদের উপর নির্বিচারে গুলি চালানো! এই হামলার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়।
#WATCH | 10 people dead as a bus rolls down a gorge in Jammu & Kashmir's Reasi, confirms DC Reasi Vishesh Mahajan.
Details awaited. pic.twitter.com/T7d38iURIw
— ANI (@ANI) June 9, 2024
রিয়াসি জেলা কালেক্টর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন যে, বাসটি খাদে পড়ে যাওয়ায় 10 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন সন্ত্রাসীরা বাসে গুলি চালায়। এই বাসটি তীর্থযাত্রীদের শিব খোদি মন্দিরে নিয়ে যাচ্ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পনি এলাকার তেরিয়াথ গ্রামে বাসটিতে হামলা চালানো হয়। ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনীর দল উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার একটি ভিডিও সামনে এসেছে যেখানে বাসটি রাস্তা থেকে কয়েক ফুট নিচে পড়ে গিয়েছে দেখা যাচ্ছে। খাদে পড়ে যাওয়ার পর বাসে থাকা তীর্থযাত্রীরা সেখান থেকে বেরিয়ে আহত অবস্থায় পাথরের ওপর পড়ে ছিল। নিহতদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছে। রিয়াসির এসএসপি মোহিতা শর্মা বলেছেন, “সন্ত্রাসীরা তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলা চালায়, যাতে 10 জন নিহত এবং 33 জন আহত হয়।”