বাংলা হান্ট ডেস্কঃ রোজ রোজ ভারতে জঙ্গি হামলা আর সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করা পাকিস্তান এবার নিজেদের তৈরি জঙ্গি সংগঠনের হামলার শিকার হচ্ছে বারবার। পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে জঙ্গিরা সেনার একটি বাহনের উপর হামলা করে দেয়। জঙ্গিদের এই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পুলিশের মুখপাত্র কলিম কুরেশি বলেন, মৃত ব্যাক্তিদের মধ্যে দুজন পুলিশ অফিসার, গোয়েন্দা বিভাগের দুই আধিকারিক এবং এক ইনফর্মার ছিল। উনি বলেন, রবিবার রাতে পাঞ্জাব প্রান্তের জঙ্গি ঘাঁটিতে তল্লাশি অভিযানে যাওয়ার সময় এদের উপর হামলা করে জঙ্গিরা। এই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
কলিম কুরেশি জানান, এখনো এই হামলার দায় কোন জঙ্গি সংগঠন স্বীকার করেনি। এই এলাকা দক্ষিণ পশ্চিম বালুচিস্তান প্রান্তের সীমান্তের কাছে বলে জানান তিনি। কুরেশি বলেন, ওই এলাকায় বারবার আলগাওবাদী সংগঠন গুলো হিংসা ছড়ানোর কাজ করে।
প্রসঙ্গত, পাকিস্তান স্বাধীনতার পর থেকে লাগাতার ভারতের বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গি হামলা এবং যুদ্ধ বিরতি লঙ্ঘন করে চলেছে। স্বাধীন কাশ্মীরের নামে পাকিস্তান জম্মু কাশ্মীরে আলগাওবাদী সংগঠনকে চাঁদা দিয়ে মজবুত করে চলেছে। এছাড়াও কাশ্মীরের যুবকদের জেহাদের নামে উস্কানি দিয়ে তাঁদের হাতে বন্দুক পর্যন্ত তুলে দিয়েছে। সন্ত্রাসবাদের জনক পাকিস্তান এখন নিজেরাই সন্ত্রাসের তিরে বিদ্ধ।
সন্ত্রাসীদের শরণ এবং চাঁদা দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মহল বারবার পাকিস্তানের উপর চাপ দিয়ে এসেছে। এমনকি সন্ত্রাসবাদীদের আস্কারা দেওয়ার জন্য পাকিস্তানকে ব্ল্যাক লিস্ট করার প্রস্তুতি নিচ্ছে FATF। আমেরিকাও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের শরণ দেওয়ার জন্য ফান্ডিং বন্ধ করে দিয়েছে। এছাড়াও আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে।