বাংলাহান্ট ডেস্ক : জঙ্গি যোগ সন্দেহে রাজ্য এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) (Special Tusk Force) গ্রেফতার করল আরো এক সন্দেহভাজনকে। হারেজ শেখ নামে এক ব্যক্তিকে মঙ্গলবার সকালে হাওড়া (Howrah) স্টেশন থেকে গ্রেফতার করেছে এসটিএফ। তদন্তকারীরা এই ব্যক্তির সন্ধান পেয়েছেন বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর শাখা ‘শাহাদত’ সংগঠনের সদস্য মহম্মদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে।
জঙ্গি সন্দেহে এর আগে রাজ্য এসটিএফ গ্রেফতার করেছিল হাবিবুল্লাহকে। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয় হারেজ শেখকে। তদন্তকারীরা ধৃত ব্যক্তির পুলিশের হেফাজত চেয়ে আবেদন করেছেন। এসটিএফ সূত্রে খবর, ধৃত হারেজ শেখের বয়স ২৭ বছর। হারেজ শেখের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তদন্তকারীদের। তদন্তকারীরা খতিয়ে দেখছেন হারেজ শেখের সাথে কী সম্পর্ক রয়েছে পানাগড়ের হাবিবুল্লাহর।
আরোও পড়ুন : কেন্দ্রে সরকার গঠন হলেও বড় ঝটকা খেল BJP! সমর্থন হারাল এই দলের
কাঁকসার পানাগড় থেকে এসটিএফ জঙ্গি যোগে গ্রেফতার করেছিল হাবিবুল্লাহকে। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হল ‘আনসার আল ইসলাম’। এই জঙ্গি সংগঠনের যোগ রয়েছে ‘আল-কায়েদা’র সাথেও। সেই সংগঠন সক্রিয় বাংলাদেশেও। তদন্তকারীরা জানতে পেরেছেন হাবিবুল্লাহ যুক্ত ছিলেন সেই সংগঠনেরই একটি শাখা ‘শাহাদত’-এর সঙ্গে। কম্পিউটার সায়েন্সের এই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা থানায়।
এই জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইউএপিএ ধারায়। এসটিএফ আধিকারীকরা গত শনিবার কাঁকসা থানার পুলিশের সাথে অভিযান চালায় পানাগড়ের মীরেপাড়ার একটি বাড়িতে। সেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় হাবিবুল্লাহকে। জানা গেছে, ধৃত এই জঙ্গি মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন। এই ছাত্রের বাড়ি থেকে তদন্তকারীরা বাজেয়াপ্ত করে ল্যাপটপ, মোবাইলসহ একাধিক জিনিস।