বাংলা হান্ট ডেস্কঃ এক অভিযানে ধ্বংস হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। মঙ্গলবার মধ্যরাত থেকে শিরোনামে রয়েছে অপারেশন সিঁদুর (Opeation Sindoor)। ২৫ মিনিটের এই অভিযানে শতাধিক জঙ্গিকে নিধন করেছে ভারতীয় সেনা (Indian Army)। তাঁদের মধ্যে অন্যতম হলেন কুখ্যাত জঙ্গি আব্দুল রউফ আজহার (Abdul Rauf Azhar)। জইশ-ই-মহম্মদের অন্যতম মাথা তিনি।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) বিরাট সাফল্য!
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল। নিখুঁত সামরিক অভিযানের মাধ্যমে নিরীহ পর্যটকদের খুনের বদলা নিয়েছে ভারত। কোনও সাধারণ পাকিস্তানি নাগরিক নন, বেছে বেছে কেবলমাত্র জঙ্গি ডেরাগুলিকে নিশানা করেছিল ইন্ডিয়ান আর্মি। এই অভিযানেই নিহত হন জইশ-ই-মহম্মদের অন্যতম মাথা আব্দুল।
অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এর মধ্যে অন্যতম ছিল জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) হেড কোয়ার্টার। ভারতের বুকে হওয়া একাধিক জঙ্গি হামলার পিছনে হাত ছিল এই সংগঠনের। ১৯৯৯ সালে যাত্রীবাহী আইসি ৮১৪ বিমানের অপহরণের মাস্টারমাইন্ড ছিলেন জইশ জঙ্গি আব্দুল রউফ আজহার।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের পর ভারতে ঢোকার চেষ্টা, শোনেননি বারণ! BSF-এর গুলিতে মৃত্যু পাক নাগরিকের
ওই বিমান অপহরণের ঘটনার পর ভারত থেকে মুক্তি পেয়েছিল কুখ্যাত আল কায়েদা জঙ্গি সইদ শেখ। এবার ২৬ বছর পর অপারেশন সিঁদুরের মাধ্যমে ‘বদলা’ নিল ভারতীয় সেনা। জানা যাচ্ছে, এই সামরিক অভিযানে মৃত্যু হয়েছে আব্দুলের। সেই সঙ্গেই খতম হয়েছে জইশের আরও একাধিক জঙ্গি।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের সাফল্যের পর বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র (Central Government)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে জানান, এই অভিযানের মাধ্যমে একশোর বেশি জঙ্গি নিধন হয়েছে। সেই সঙ্গেই বলা হয়, এটি একটি চলমান অভিযান। অর্থাৎ অপারেশন সিঁদুর এখনও চলছে।
অন্যদিকে ভারত ‘যোগ্য’ জবাব (Operation Sindoor) দিতেই পাল্টা গর্জে উঠেছে পাকিস্তান। ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে তারা। সীমান্তে লাগাতার গুলিবর্ষণ করছে পাক সেনা। নিরীহ, নিরপরাধ সাধারণ মানুষদের নিশানা করা হচ্ছে। পাল্টা প্রতিহত করছে ভারত।