বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে জম্মু ও কাশ্মীরে, যায় জেরে উপত্যকায় তৈরি হয়েছে নতুন আশঙ্কা ও উত্তেজনা। এই ধারা বিলোপের পর থেকেই সারাদেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপত্যকার পরিস্থিতি বিশদে পর্যালোচনা করতে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সোপিয়ানের রাস্তায় নেমে কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে। শুধু তাই নয় তিনি সেনা আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন।
এসবের মাঝে গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গি সংগঠন জইশ-সহ পাকিস্তানের মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠন স্বাধীনতা দিবসের আগেই ভারতে বড়সড় হামলা ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়েই দেশের নিরাপত্তা ব্যবস্থা কে আরও সক্রিয় হতে বলা হয়েছে, কেন্দ্রীয় বিমান মন্ত্রকের অসামরিক বিমান পরিবহন সুরক্ষা ব্যুরো ‘দ্য বুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি’ (বিসিএএস) দেশের ১৯টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বাড়িয়েছে আরো নিরাপত্তা।
প্রতিটি রাজ্যের পুলিস-প্রসাশনকে সতর্ক করে দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিমানবন্দর গুলিতে থাকা নিরাপত্তা আধিকারিকদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-কেও সতর্ক থাকতে বলা হয়েছে। যাত্রীবাহী বিমানগুলির ক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি।