বাংলা হান্ট ডেস্ক: কেরালায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। জানা গেছে যে কোনও মুহূর্তে সমগ্র কেরালায় হতে পারে সন্ত্রাসবাদী হামলা। সোমবার ভারতীয় সেনা এই সতর্কবার্তা জারি করেছে। সেনার কাছ থেকে পাওয়া সতর্কবার্তার নিরিখেই রাজ্য পুলিশ বিভিন্ন জনবহুল স্থানে কড়া পাহারায় নেমে পড়েছে চটজলদি।
এদিন সাদার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি জানিয়েছেন, নির্ভরযোগ্য সূত্রে বড়সড় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কার আভাস পাওয়া গিয়েছে দক্ষিণ ভারতে। তিনি দাবি জানিয়েছেন, সন্ত্রাসবাদি হামলার আশঙ্কার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী স্যর ক্রিক এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
লেফটেন্যান্ট জেনারেল সাইনি এদিন পুনের কাছে কানহেতে সেনা আইন কলেজ ক্যাম্পাসে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে এসে সাংবাদিক বৈঠকে তিনি এই বিবৃতি দিয়ে, জানিয়ছেন, সম্প্রতি বেশ কয়েকটি পরিত্যক্ত নৌকা পাওয়া গিয়েছে স্যর ক্রিক অঞ্চলে, যার সূত্র ধরেই আশঙ্কা করা হচ্ছে যে এই ঘটনা কোনো সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার ইঙ্গিত। এই কারণেই আরও জোরদার করা হয়েছে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা, চলেছে তল্লাশি অভিযান।
উল্লেখ্য, সম্প্রতি জানা গেছে কাশ্মীরে বড়সড় হামলা ঘটানোর জন্য কষা হচ্ছে ছক। শুধু তাই নয় এই সমস্ত জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে লস্কই তইবার ঘাঁটিতে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে খবর। সদ্য আটক হওয়া ওই দুই জঙ্গি হলেন পাকিস্তানের নাগরিক। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে সে দেশের সেনাদের সাহায্যেই তারা ভারতে অনুপ্রবেশের সুযোগ পেয়েছে।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই সমস্ত পাক জঙ্গিরা কাশ্মীর-সহ বেশ কিছু স্পর্শকাতর এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি অশান্তি পাকাতেই অনুপ্রবেশ করছে। বর্তমানে জম্মু-কাশ্মীরের অগ্নিদগ্ধ অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। স্কুল-কলেজ, দোকানপাট সবই আবার আগের মতন সাধারণ অবস্থায় ফিরছে। এমনকি সরকারি কাজকর্মও চলছে স্বাভাবিক ভাবে।
তবে এ শান্তি যেন সহ্য হচ্ছে না পাকিস্তানের, গোয়েন্দা সূত্রে খবর মিলেছে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসা ছড়ানো কাজকর্মের মদত দিচ্ছে পাকিস্তান। অন্যদিকে কেন্দ্রীয় সরকার দাবি জানিয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থার ঘেরাটোপে বর্তমানে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কিন্তু নয়া দিল্লির অভিযোগ, পাকিস্তান উস্কানিমূলক মন্তব্য দ্বারা ও জঙ্গি অনুপ্রবেশ করিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে।