নববর্ষের শুরুতেই রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ৪ হিন্দু কাশ্মীরি

বাংলা হান্ট ডেস্ক : নতুন বছরের সূচনা লগ্নেই রক্ত ঝড়ল উপত্যকায়। জঙ্গি হামলার আতংক ফিরে এল ভূস্বর্গে। কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগর ও রাজৌরিতে রবিবার জোড়া আক্রমণ চালাল জঙ্গিরা। এই মালায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঁরা সকলেই ওই এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিস। গুরুতর জখম হয়ে ৯ জন ভরতি হাসপাতালে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জম্মুর হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু পুলিস।

পুলিস সূত্রে খবর রবিবার প্রথম হামলাটি হয় শ্রীনগরে (Srinagar)। সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় আহত হয় ৬ জন। এর কিছু সময় পর রাজৌরির (Rajouri) ডাংরি গ্রামে আবারও হামলা চলায় জঙ্গিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধেবেলা সেখানে হানা দেয় ২ বন্দুকবাজ। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালায় তারা। প্রথমে ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরও ২ গ্রামবাসী। এখনও ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাঁদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে।

kashmir 4

জম্মুর প্রশাসন সূত্রে খবর, মৃতরা সকলেই হিন্দু সম্প্রদায়ের। তাঁদের নাম দীপক কুমার, সতীশ কুমার, প্রীতম লাল ও শিব পাল। এই নিয়ে গত দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জঙ্গি হামলা ঘটল রাজৌরিতে। এর আগে ১৬ ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরেই জঙ্গি হামলায় ২ জনের মৃত্যু হয়। নববর্ষের প্রথম দিন এমন ঘটনায় ডাংরি গ্রামের প্রধান প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘নিরাপত্তার যথেষ্ট গাফিলতি রয়েছে। নিরীহ গ্রামবাসীদের সুরক্ষা নিয়ে প্রশাসনের কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ।’

আজ সকাল থেকেই রাজৌরি মেডিক্যাল কলেজের সামনে গ্রামবাসীরা জমায়েত হয়েছেন। তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। জঙ্গিবিরোধী স্লোগান তুলছেন। সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তবে একের পর এক জঙ্গি হামলার পর দুই এলাকাতেই নিরাপত্তাবলয় আরও কঠোর করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।


Sudipto

সম্পর্কিত খবর