সেনাবাহিনীর বাসে জঙ্গি হামলা, কাশ্মীরে শহিদ CISF এর ASI, গুরুতর আহত ২

বাংলাহান্ট ডেস্ক : নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরের ঠিক আগেই আবারও সন্ত্রাসবাদী হামলা সেনাবাহিনীর উপর। শুক্রবার ভোর ৪:১৫ নাগাদ জম্মু ও কাশ্মীরের চাদা ক্যাম্পের কাছে সিআইএসএফ জওয়ান বোঝাই একটি বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই ভয়াবহ ঘটনার জেরে শহিদ হয়েছেন একজন এএসআই এবং গুরুতর আহত হয়েছেন দুই সেনা জওয়ান।

সিআইএসএফের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘বাসটিতে ওই সময় ১৫ জন জওয়ান ছিলেন। সকালের শিফটে ডিউটিতে যাচ্ছিলেন তাঁরা। এইসময়েই অতর্কিতে বাসটির উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পালটা লড়াই চালান জওয়ানরাও। প্রবল গুলির লড়াইতে শহিদ হয়েছেন একজন এএসআই এবং গুরুতর আহত হয়েছেন দুই সেনা জওয়ান। ‘

এই সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইতে আহত হন মোট চারজন জওয়ান। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জম্মুর সুঞ্জওয়ান এলাকায় এই এনকাউন্টারটি হয়েছে। জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, সেনা অবরোধ করে খালি করা হয়েছে পুরো এলাকা। এখনও চলছে এনকাউন্টার। সন্ত্রাসবাদীরা ওই এলাকায় লুকিয়ে আছে বলেই মনে করছেন সেনাবাহিনী আধিকারিকরা।

cisf

ঠিক দুদিন পরই কাশ্মীর সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ তম পঞ্চায়েতী রাজ দিবস উপলক্ষে পল্লী গ্রামে যাবেন তিনি। দুদিন আগেই ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চলের হীরানগর সেক্টর থেকে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। জিজ্ঞাসাবাদের পর এদের দুজনকে জম্মুতে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগেই এধরণের সন্ত্রাসী কার্যাকলাপ যে বিভিন্ন দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তেমনটাই মত পর্যবেক্ষক মহলের।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর