সোমালিয়ার হোটেলে ভয়াবহ জঙ্গি হামলা! মৃত কমপক্ষে ১১, আহত বহু! চলছে গুলির লড়াই

বাংলাহান্ট ডেস্ক : ১৪ বছর আগে ঘটে যাওয়া মুম্বই হামলার (Mumbai Attack) স্মৃতি ফিরে এল যেন। এবার সোমালিয়া (Somalia)। জঙ্গি হামলায় ক্ষতবিক্ষত পূর্ব আফ্রিকার এই দেশ। শুক্রবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা। জানা যাচ্ছে তারা আল-সাবাব (Al- Shabab) গোষ্ঠীর সদস্য। হোটেলের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। হোটেলের বাইরে ঘটে গাড়ি বিস্ফোরণ। প্রাণ হারান বেশ কয়েকজন। গুলিবিদ্ধ হন অনেকে।ইতিমধ্যে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন। খবর পেয়ে হোটেল ঘিরে ফেলে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই।

মোগাদিশুর পুলিশ সদর দফতর সূত্রে খবর, শুক্রবার জঙ্গিরা হায়াত হোটেলে হামলা চালায়। হোটেলে ঢোকার আগে পরপর ২টি গাড়ি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি হোটেলের কাছে গার্ড রেলে। অপরটি হোটেলের গেটে। এরপরই এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভিতরে ঢুকে পড়ে তারা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীও ঘিরে ফেলে গোটা হোটেল। এরপরই একের পর এক গ্রেনেড ছুড়তে থাকে জঙ্গিরা। আগুন লেগে যায় হোটলের বিভিন্ন অংশে। মোগাদিশুর পুলিশ বিভাগের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। হোটেলের মধ্যেই জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই হামলায় মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।’

   

download 7

সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয় এই হোটেলে প্রায়ই রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের শীর্ষ আধিকারিকরা বৈঠক করতে আসেন। তাঁদেরই কেউ জঙ্গিদের টার্গেটে ছিল কিনা তা অবশ্য স্পষ্ট করেনি সোমালিয়া প্রশাসন। গত মে মাসে সোমালিয়ার প্রেসিডেন্ট হন হাসান শেখ মোহামুদ। তিনি দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই প্রথমবার বড় জঙ্গি হামলায় রক্তাক্ত হল রাজধানী।

গত ১০ বছরে আল-কায়দার মদতপুষ্ট আল-সাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় একাধিকবার রক্তাক্ত হয়েছে সোমালিয়া। গত রবিবার সোমালিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে জঙ্গিদের গোপন ডেরায় এয়ার স্ট্রাইক করে মার্কিন বায়ুসেনা। মৃত্যু হয় ১৩ জন সন্ত্রাসবাদীর। গত সপ্তাহে অন্তত ৪ জায়গায় হওয়া এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে কয়েকজন জঙ্গি নেতারও। পরপর সংগঠনের নেতাদের মৃত্যু হওয়ায় প্রতিশোধ নিতে হোটেলে নৃশংস হামলা চালাল জঙ্গিরা। এই হামলার তীব্র নিন্দা করেছে সোমালিয়া সরকার। এরই সঙ্গে এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে মোহামুদ সরকার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর