অমিত শাহের সফরের মাঝেই কাশ্মীরে জঙ্গি হামলা, সন্ত্রাসীদের গুলিতে নিহত এক সাধারণ নাগরিক

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় রবিবার CRPF পার্টির উপর হামলা করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে এক নিরীহ নাগরিকও প্রাণ হারান। এই ঘটনার পর সেনা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত নাগরিককে বিজবিহারা এলাকার বাসিন্দা শাহিদ আহমেদ রূপে সনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, জঙ্গিরা CRPF-র উপর হামলা করে এরপর দুই পক্ষের মধ্যে গলাগুলি শুরু হয়। আর তখনই জঙ্গিদের গুলিতে শাহিদ আহমেদ প্রাণ হারান। উল্লেখ্য, বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীর সফরে রয়েছেন। আর এর মধ্যেই এই জঙ্গি হানা সেনার চিন্তা বাড়িয়ে তুলছে।

মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে জম্মু কাশ্মীরে জঙ্গিরা সাধারণ মানুষকে নিশানা করছে। এর আগে জঙ্গিরা অকাশ্মীরি আর অমুসলিমদের নিশানা করে বেশ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যা করেছে। যাদের মধ্যে কয়েকজন পরিযায়ী শ্রমিক ও দুজন স্কুলের শিক্ষকও ছিলেন। এছাড়াও কাশ্মীরি পণ্ডিত ও কাশ্মীরের সংখ্যালঘু মানুষদেরও নিশানা করছে জঙ্গিরা।

জম্মু কাশ্মীরে জঙ্গিদের এই বাড় বাড়ন্তের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্যকার সফরে গিয়েছেন। ওনার এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০১৯-র ৫ আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের পর এটাই অমিত শাহের প্রথম কাশ্মীর সফর। আর এই সফরকে কেন্দ্র করে একদিকে জঙ্গিরা যেমন বড়সড় কিছু অঘটন ঘটানোর ছক কষছে, তেমনই নিরাপত্তা বাহিনী আরও সজাগ হয়ে উঠেছে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর