সর্বনাশ! চ্যাম্পিয়ন্স ট্রফিতে সন্ত্রাসবাদী হামলার হুমকি, অতিথিদের করা হবে অপহরণ? জারি সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ২৬ বছর পর পড়শি দেশ পাকিস্তান (Pakistan) ICC-র কোনও টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে। আর সেই কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে বিবেচিত হয়েছে পাকিস্তান। তবে, এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য একটি বড় আশঙ্কার খবর সামনে এসেছে। মূলত, সিএনএন-নিউজ 18-এর একটি রিপোর্ট অনুসারে, পাকিস্তানের গোয়েন্দা ব্যুরো সোমবার নিরাপত্তা বাহিনীকে সতর্কতা জারি করে বলেছে যে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), আইএসআইএস এবং বেলুচিস্তানে স্থিত অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠী এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের অপহরণ করার পরিকল্পনা করছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান (Pakistan):

এমতাবস্থায়, পাকিস্তানে (Pakistan) ICC চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় নিরাপত্তার বিষয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ কয়েক বছর পর যেখানে পাকিস্তান ICC-র টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে ঠিক সেই আবহেই এহেন আশঙ্কার ঘটনা নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বড় ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে।

Terrorist attack threat at Champions Trophy in Pakistan.

এদিকে, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসবাদী হামলার পর এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানে (Pakistan) ক্রিকেট নিষিদ্ধ ছিল। তবে, বিগত কয়েক বছরে, পাকিস্তান কয়েকটি শীর্ষ দলকে আতিথেয়তা দেওয়ার ক্ষেত্রে সাফল্য পেয়েছিল। এদিকে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২৬ বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া প্রথম ICC টুর্নামেন্ট। তাই, এই হুমকি পাকিস্তানের বিশ্বাসযোগ্যতাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: Tata Motors-এর বিরাট চমক! ২০২৫-এই বাজারে এন্ট্রি নিচ্ছে ২ টি দুর্ধর্ষ SUV, গ্রাহকদের মধ্যে শুরু হইচই

ভারত আগেই উদ্বেগ প্রকাশ করেছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ইতিমধ্যেই পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এবং পাকিস্তান সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এর পরে PCB-কে হাইব্রিড মডেলে রাজি হতে হয়েছিল. যার অধীনে ভারতের ম্যাচগুলি দুবাইতে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি হুমকির খবর পাওয়ার পর পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

আরও পড়ুন: ওমর আবদুল্লাহ-শ্রেয়া ঘোষাল-আনন্দ মাহিন্দ্রা সহ এই ১০ জনকে বড় “চ্যালেঞ্জ” দিলেন প্রধানমন্ত্রী মোদী

সেমিফাইনালে ওঠার রাস্তা কার্যত বন্ধ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের (Pakistan) পারফরম্যান্স হতাশাজনক। তারা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে। এদিকে, ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেছে তাদের। এখন পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে একটাই রাস্তা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। এর পাশাপাশি বাংলাদেশকেও হারাতে হবে পাকিস্তানকে। এছাড়াও, পাকিস্তানের জয় এবং নিউজিল্যান্ডের পরাজয় এত বড় ব্যবধানের হওয়া উচিত যে পাকিস্তানের রান রেট নিউজিল্যান্ড এবং বাংলাদেশের চেয়ে যাতে ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সোমবার নিউজিল্যান্ড বাংলাদেশকে হারালে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর