T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা! জঙ্গি হামলার হুমকি ISIS-এর

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2024) শুরু হওয়ার আগেই এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বকাপে ভারত-পাকিস্তানের (India-Pakistan) হাই ভোল্টেজ ম্যাচে হামলার হুমকি দিয়েছে আইসিস। এমতাবস্থায়, ওই গুরুত্বপূর্ণ ম্যাচে সন্ত্রাসবাদী হামলার হুমকি পেতেই রীতিমতো নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। পাশাপাশি জারি করা হয়েছে উচ্চ সতর্কতাও।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে ISIS সন্ত্রাসবাদী সংগঠনের শাখা প্রতিষ্ঠান ISIS-K। পাশাপাশি, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হামলার হুমকি ভিডিও। যেটি সম্পর্কে অবগত হওয়ার পরেই ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। পাশাপাশি, চিন্তায় রয়েছেন ক্রিকেট অনুরাগীরাও। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৯ জুন, সম্পন্ন হতে চলা ভারত-পাকিস্তানে ম্যাচে এই হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

   

Terrorist attack threat in India-Pakistan match.

এদিকে, এই হুমকি পাওয়ার পরই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন যে, ইতিমধ্যেই সামগ্রিকভাবে নিরাপত্তা বাড়ানোর জন্য নিউ ইয়র্ক স্টেট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, স্টেডিয়ামে প্রবেশের সময়ে ট্রেনিং প্রক্রিয়া এবং নজরদারির বিষয়টি আরও কঠোর করার ক্ষেত্রেও নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে পাকিস্তানের একাধিকবার হামলা চালিয়েছে ISIS-K। এমনকি, তারা ভারতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে। চলতি বছরের মার্চ মাসেই মস্কোয় একটি কনসার্ট হলে তারা হামলা চালিয়েছিল। যেখানে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৩০ জনের।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়েছে দল! কিন্তু পরেরবারে মাত্র এই চার খেলোয়াড়কে ধরে রাখবে KKR, তালিকায় রয়েছে বড় চমক

এমতাবস্থায়, নাসাউ কাউন্টির প্রান ব্রুস ব্লেকম্যানও সাংবাদিক বৈঠক করে বলেন, যে কোনও ধরণের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর পাশাপাশি, সাধারণ মানুষের কোনো চিন্তা বা ভয় পাওয়ার প্রয়োজন নেই বলেও তিনি জানিয়েছেন। তাঁর মতে, “এই হুমকি-কে গুরুতর হিসেবে বিবেচিত করা হচ্ছে। যদিও, আমরা এই হুমকিতে ভীত নই।”

আরও পড়ুন: তাপপ্রবাহে অবস্থা শোচনীয়, থাকছে না, মিলছে না বিদ্যুৎ, পাকিস্তানের তাপমাত্রা পার করল হাফসেঞ্চুরি

এদিকে, জানা গিয়েছে যে “লোন উলভস” নামক সংগঠনটি এই হুমকি দিয়েছে। তারা ISIS জঙ্গি গোষ্ঠীর সমর্থক। তবে, স্বতন্ত্র সংগঠন হলেও, তারা ISIS-এর নির্দেশেই যাবতীয় কাজ করে থাকে। এমতাবস্থায়, তাদের সাথে সরাসরি ISIS-এর যোগসূত্র না থাকায় গোয়েন্দাদেরও এদের চিহ্নিত করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর