বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Kashmir) বডগামে সেনা শুক্রবার এক জঙ্গির দেহ উদ্ধার করেছে। উল্লেখ, গত ৭ সেপ্টেম্বর এনকাউন্টারে এক জঙ্গির গুলি লেগেছিল। সেনা আজ যেই জঙ্গির দেহ উদ্ধার করেছে তাঁর নাম আকিব লোব। সাত সেপ্টেম্বর একনকাউন্টারের দিনে গলায় গুলি লাগায় আহত হয়ে গিয়েছিল। কিন্তু এরপরেও সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। জঙ্গি আকিব সুকনাগ নালায় লাফিয়ে পালানোর চেষ্টা করেছিল। সেনা চারদিন ধরে তাঁকে খুঁজে অবশেষে শুক্রবার তাঁর দেহ উদ্ধার করে।
এক বরিষ্ঠ পুলিশ কর্মী জানান, বডগাম জেলায় ৭ সেপ্টেম্বর হওয়া এনকাউন্টারে জঙ্গির গলায় গুলি লাগার কারণে সে আহত হয়ে যায়। পুলিশ, সিআরপিএফ আর সেনার সংযুক্ত দল গোপন খবর পেয়ে অপারেশন চালিয়েছিল। এনকাউন্টারের পর এলাকায় সার্চ অপারেশন চালানো হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, মৃত জঙ্গি শোপিয়ানের বাসিন্দা। আর সে জইশ-ই-মোহম্মদ এর সাথে যুক্ত।
বৃহস্পতিবার সেনা সার্চ অপারেশন চালিয়ে জইশ এর দুই জঙ্গিকে গ্রেফতার করেছিল। প্রাপ্ত খবর অনুযায়ী, জম্মু কাশ্মীর পুলিশ খবর পেয়েছিল যে, কুপওয়ারায় জইশ এর কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এরপর জম্মু কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ আর সিআরপিএফ টিম এলাকা ঘিরে ফেলে সার্চ অপারেশন শুরু করে।
সার্চ অপারেশনে জঙ্গিদের আস্তানা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে সেনা। তল্লাশির সময় জঙ্গিদের কাছ থেকে ভারতীয় টাকা আর হাতিয়ার উদ্ধার করা হয়। একটি একে ৪৭, একটি রাইফেল, একটি ম্যাগাজিন, ২ টি গ্রেনেড আর সাত লক্ষ টাকা উদ্ধার হয়।