বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরুতেই রোমহর্ষক ঘটনা পাকিস্তানে (Pakistan)। মাঝে মাঝেই সন্ত্রাসের নানান ঘটনা উঠে আসে প্রতিবেশী এই দেশ থেকে। এবার আস্ত এক ট্রেনই হাইজ্যাক হয়ে গেল পাকিস্তানে। যেমনটা জানা যাচ্ছে, বালোচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। তখনই ওই ট্রেনটিকে হাইজ্যাক করে জঙ্গিরা। ট্রেন যাত্রীদের একাংশকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও খবর।
পাকিস্তানে (Pakistan) জঙ্গিদের হাইজ্যাকের কবলে ট্রেন
জানা গিয়েছে, হাইজ্যাকের কবলে পড়েছে জাফর এক্সপ্রেস। রেললাইনের উপরে বিষ্ফোরক রেখে জঙ্গিরা এই কাণ্ড ঘটায় বলে খবর। মোট ৯ টি বগি রয়েছে এই ট্রেনে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, যাঁদের পণবন্দি করে রাখা হয়েছে তাঁদের মধ্যে পাকিস্তানি (Pakistan) সেনা, পুলিশ, অ্যান্টি টেররিজম ফোর্স এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের ব্যক্তিরা রয়েছেন। তাঁরা সকলেই ছুটি নিয়ে পঞ্জাব প্রদেশে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। মাঝপথেই তাঁদের পণবন্দি করা হয়। জানা যাচ্ছে, পাকিস্তানি (Pakistan) সেনা সহ প্রায় শতাধিক যাত্রীকে পণবন্দি করে রাখা হয়েছে।
পণবন্দি করা হয়েছে বহু মানুষকে: বিএলএ-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মহিলা, শিশু সহ বালোচ যাত্রীদের ছেড়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র বিভিন্ন এজেন্সিতে কর্মরত ব্যক্তিদের পণবন্দি করে রাখা হচ্ছে। সেই সঙ্গে বিবৃতিতে এও বলা হয়েছে, পাকিস্তানি (Pakistan) সেনা যদি অভিযান অব্যাহত রাখে তাহলে সমস্ত পণবন্দিদের খতম করে দেওয়া হবে।
আরো পড়ুন: TRP ধরে রাখতে “মোক্ষম” দাওয়াই, এই সিরিয়াল নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল স্টার জলসা
কী বার্তা জঙ্গিদের: বালোচিস্তান (Pakistan) সরকারের তরফে গোটা পরিস্থিতিকে জরুরিকালীন পরিস্থিতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে সব প্রতিষ্ঠানকে মোকাবিলা করার জন্যও বলা হয়েছে। জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, তাদের বিশেষ ইউনিট মাজিদ ব্রিগেড রয়েছে এই হাইজ্যাকের নেপথ্যে। পাশাপাশি রয়েছে এসটিওএস এবং ফাতেহ ব্রিগেড। পাক সেনা হস্তক্ষেপ করলে পালটা বিরাট জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিরা।
আরো পড়ুন : মারধোর করতেন সায়ন্ত! “বিতর্কিত” ভিডিওতে বিষ্ফোরক ইঙ্গিত কিরণের, দেবচন্দ্রিমা বললেন, “…শেষ করে দেব”!
বালোচিস্তানে জঙ্গি কার্যকলাপ নতুন নয়। সরকারি এজেন্সি, সেনার বিরুদ্ধে তাদের সক্রিয় হতে দেখা গিয়েছে। বালোচ প্রদেশের স্বাধীনতার দাবির পাশাপাশি এখানকার গ্যাস এবং প্রাকৃতিক সম্পদের ভাগও চেয়ে থাকে তারা। আর এবার সরাসরি ট্রেন হাইজ্যাকের ঘটনা পরিস্থিতি আরো গুরুতর করে তুলল বলেই মনে করছে বিভিন্ন মহল।