কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে খতম হিজবুল জঙ্গী

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় হিজবুল জঙ্গীকে খতম করা সম্ভব হয়। সেনাবাহিনীরা গোপন সূত্র মারফত খবর পেয়ে জঙ্গী তল্লাশি শুরু করেন। অভিযান শুরু হয় বাটপোড়া নওয়ানিএরিয়া এলাকায়।

সেনারা ওই এলাকা ঘিরে ফেললে তাঁদের লক্ষ্য করে হঠাৎই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। সেনারাও এর পাল্টা জবাব দিতে শুরু করে। ওই এলাকাতেই খতম করা হয় সমীর শাহ নামে এক জঙ্গিকে।

সম্পর্কিত খবর