শহর জুড়ে আশঙ্কা! হাওড়া শিয়ালদা সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার হলো ৪ জঙ্গী

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার ভোরে শহরের সব থেকে বড় দুটো রেল স্টেশন হাওড়া ও শিয়ালদা থেকে গ্রেফতার করা হল চার জামাত জঙ্গিকে। পুলিশের খবর পায় বেশ কিছু জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে শিয়ালদহ এবং হাওড়া সংলগ্ন এলাকায়, শহরের কোন এক অঞ্চলে বড়সড় কোন বিস্ফোরণ ঘটানোর প্ল্যান করছে তারা। খবর পেয়েই পুলিশের এসটিএফ শাখা তদন্ত চালায়, এবং গ্রেফতার করে চারজনকে।

8eb5d untitled 1 recovered4

যদিও তাদের নাম প্রকাশ করেনি পুলিশ তদন্তের স্বার্থে। জানা গেছে ধৃতদের মধ্যে তিনজন বাংলাদেশ ও একজন বীরভূমের বাসিন্দা। পুলিশ মনে করছে ধৃত জঙ্গিরা আইসিস এর দ্বারা মদতপুষ্ট। এই ঘটনার জেরে আরও তৎপর হয়েছে গোয়েন্দা বিভাগ, রাজ্যের বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিদের।

সম্পর্কিত খবর