সাত সকালে তিন জঙ্গিকে এনকাউন্টারে খতম করল ভারতীয় সেনা

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের (kashmir) কুলগাঁও জেলার মজগাঁও এলাকায় শনিবার সকালে সেনা (Indian Army) আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার (Encounter) শুরু হয়। জম্মু কাশ্মীরের পুলিশের থেকে জানা যায় যে, এই এনকাউন্টারে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার দমহাল হাজীপোরা বেল্টে সেনা তিন জঙ্গিকে খতম করেছে। পুলিশ জানায়, এখনো এনকাউন্টার জারি আছে।

আধিকারিক সুত্র থেকে জানা যায় যে, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ৩৪ আরআর সমেত সংযুক্ত সেনা গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালায়। সন্দেহভাজন এলাকার তল্লাশির সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। এরপর সেনা জবাবি পদক্ষেপ নিয়ে গুলি চালানো শুরু করে। আর সেনার পাল্টা গুলিতে চার জঙ্গি খতম হয়। মৃত জঙ্গিদের নাম আজিজ আহমেদ নাইকু (মুসা ভাই), শাহীদ সাদিক মালিক (আজান ভাই) আর আদিল আহমেদ বলে জানা গিয়েছে।

indian army 1

আপনাদের জানিয়ে দিই, পাকিস্তানের (Pakistan) তরফ থেকে লাইন অফ কন্ট্রোলে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে। এর সাথে সাথে জনবসতি পূর্ণ এলাকা গুলোকেও টার্গেট করছে পাকিস্তান। শুক্রবার পুঞ্ছের বালাকোট আর রাজৌরী জেলার সুন্দরবনী সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়।

পাকিস্তানের এই যুদ্ধ বিরতি লঙ্ঘনের ফলে ভারতের পাঁচ জওয়ান আহত হয়ে পড়েন। শুক্রবার ভারতীয় সেনা পাল্টা হানা চালিয়ে পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি করেছে বলে সুত্রের খবর। শোনা যায় যে, গতকাল পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও কয়েকজন সেনা আহতও হয়েছে।

যদিও এই ব্যাপারে সেনার তরফ থেকে কোন আধিকারিক বয়ান জারি করা হয়নি। পাকিস্তানি সেনা শুক্রবার সকালে সুন্দরবনি এলাকায় আচমকাই গুলি চালানো শুরু করে। পাকিস্তানের এই আচমকা ফায়ারিংয়ে ভারতের পাঁচ জওয়ান আহত হন। তাঁদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করানো হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর