নিরাপত্তা শিকেয় উঠেছে পাকিস্তানে! এবার যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসবাদীদের গুলি, প্রাণ হারালেন ৪০ জন

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক সন্ত্রাসবাদী হামলায় রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান (Pakistan)। এবার ওই দেশের লোয়ার কুররামে যাত্রী ভর্তি একটি গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। নির্বিচারে চলা গুলিতে নিহত হয়েছেন ৪০ জন। আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। এদিকে, আহতদের মধ্যে একাধিক মহিলার পাশাপাশি পুলিশ আধিকারিকরা রয়েছেন বলেও জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যাত্রী বোঝাই ওই গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ার যাচ্ছিল। উছাট এলাকায় সন্ত্রাসবাদীরা সেটিতে হামলা চালায়।

সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত পাকিস্তান (Pakistan):

এই ঘটনায় আহতদের মধ্যে ৮ জন মান্দোরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এদিকে, এই হামলার বিষয়ে পাকিস্তানের (Pakistan) মন্ত্রী মহসিন নকভির প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি জানিয়েছেন, “এই হামলা খুবই দুঃখজনক। সাধারণ মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সন্ত্রাসবাদীরা কাপুরুষোচিত কাজ করেছে। আমাদের প্রতিশ্রুতি হল যারা এই হামলা চালিয়েছে সরকার তাদের ছাড় দেবে না।”

কি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা: এই সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, সন্ত্রাসবাদীরা ওই গাড়িতে অতর্কিতে হামলা চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। মুহূর্তের মধ্যে প্রাণ হারান একাধিক জন।

Terrorists shoot at a passenger car in Pakistan.

শিয়া মুসলমানদের টার্গেট করা হয়েছে: এদিকে, এটাও জানা গিয়েছে যে ওই গাড়ির অধিকাংশ যাত্রীই ছিলেন শিয়া মুসলিম। কুররাম জেলায় যেখানে এই হামলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলিতে সেখানে সংখ্যাগরিষ্ঠ সুন্নি এবং সংখ্যালঘু শিয়া মুসলমানদের মধ্যে সংঘর্ষের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যার ফলে বেশ কিছু সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। এই প্রসঙ্গে একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, বেশ কয়েকটি গাড়ি যাত্রী নিয়ে খাইবার-পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার যাচ্ছিল। সেই সময়ে সন্ত্রাসবাদীরা হামলা চালায়।

আরও পড়ুন: ফের KKR-এ ফিরবেন শ্রেয়স আইয়ার? দাম উঠবে এত টাকা! সামনে এল বিরাট আপডেট

“যারা হামলা চালিয়েছে তাদের শাস্তি হবে”: এদিকে এই ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের (Pakistan) প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “নিরীহ যাত্রীদের ওপর হামলা অত্যন্ত কাপুরুষোচিত ও অমানবিক। যারা নিরপরাধদের ওপর হামলা করবে তাদের শাস্তি হবে। শোকাহত পরিবারের প্রতি আমাদের সমবেদনা।” এর পাশাপাশি, ঘটনায় আহতদের সময়মতো সঠিক চিকিৎসা প্রদান করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন জারদারি।

আরও পড়ুন: দেশের মধ্যে হু হু করে এগিয়ে চলেছে এই শহর! তৈরি হচ্ছে বিপুল কোম্পানি, কেমন পরিস্থিতি কলকাতার?

এদিকে, পাকিস্তান (Pakistan) পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও যাত্রীবাহী গাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কুররাম জেলায় নিরীহ নাগরিকদের টার্গেট করা অত্যন্ত কাপুরুষোচিত ও নিষ্ঠুর বিষয়। যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা সরকারের প্রথম দায়িত্ব।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর