বাংলাহান্ট ডেস্ক : গাড়ির ভক্ত? অত্যাধুনিক বিভিন্ন দেশি বিদেশি মডেলের গাড়ি নিয়ে চর্চা করেন? তাহলে জেনে খুশি হবেন যে, বিশ্বের অন্যতম বৃহত্তম বৈদ্যুতিক যান প্রস্তুতকারক সংস্থার ‘টেসলা’ এবার ভারতে (India) প্রবেশের তোড়জোড় শুরু করেছে। বিদেশে দাপিয়ে বেড়ানো এলন মাস্কের এই সংস্থা এবার ভারতেও শোরুম খোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে মাস্কের সঙ্গে বৈঠকের পরেই ভারতে (India) চাকরিতে নিয়োগের জন্য আবেদনপত্র দেওয়া শুরু করেছে সংস্থাটি।
ভারতে (India) শোরুম নির্বাচনে তোড়জোড় টেসলার
সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ভারতে তাদের প্রথম রিটেল বিক্রয় কেন্দ্র খোলার জন্য ইতিমধ্যেই স্থান নির্বাচন শুরু করে দিয়েছে টেসলা। আপাতত দেশের (India) দুই মহানগর দিল্লি এবং মুম্বই রয়েছে তাদের পছন্দের তালিকায়। যেমনটা জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাণিজ্যিক কেন্দ্র, নয়াদিল্লির অ্যারোসিটিতে একটি স্থান চূড়ান্ত করেছে। এটি বিভিন্ন আন্তর্জাতিক কর্পোরেট অফিস, বিলাসবহুল হোটেল এবং শোরুমের কেন্দ্রস্থল।
কোন দুটি শহর তালিকায়: মুম্বইতে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বান্দ্রা কুরলা কমপ্লেক্স, যা দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র, সেখানেই দ্বিতীয় শোরুম খোলার ভাবনাচিন্তা করছে টেসলা। এও জানা গিয়েছে, ভারতের (India) বিভিন্ন রাজ্যে কারখানা স্থাপনের জন্য স্থান নির্বাচন করছে এই সংস্থা। আর এক্ষেত্রে পছন্দ হিসেবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাট।
আরো পড়ুন : নিজের জালেই আরও জড়িয়ে পড়ছেন ইউনূস! বাংলাদেশে ফের প্রত্যাবর্তন ঘটবে হাসিনার?
তৈরি হবে কারখানা: পুনের চাকান শিল্পালয় এবং ছত্রপতি সম্ভাজি নগর এই তালিকার শীর্ষে রয়েছে বলে খবর। ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক গাড়ি নির্মাতা সংস্থা সেখানে কাজ করছে। অন্যদিকে গুজরাটেও অটোমোবাইল এবং ব্যাটারি নির্মাতারা বড়সড় বিনিয়োগ করেছে, যার ফলে এই রাজ্যও রয়েছে টেসলার পছন্দের তালিকায়। যদিও সূত্রের খবর বলছে, ২০২৩ সাল থেকেই ভারতে (India) প্রবেশের চেষ্টা চালাচ্ছিল টেসলা। কিন্তু উচ্চ আমদানি শুল্ক বাধা হয়ে দাঁড়িয়েছিল।
আরো পড়ুন : সিরিয়ালের সেটে “শারীরিক এবং মানসিক অত্যাচার”! গুরুতর অভিযোগ জি বাংলার নায়িকার
সম্প্রতি সরকারি নীতিতে পরিবর্তন আসায় ৪০,০০০ ডলারের বেশি দামের বৈদ্যুতিক গাড়ির উপরে কাস্টম ডিউটি ১১০% থেকে কমিয়ে আনা হয়েছে ৭০% এ। এর ফলে ভারতীয় (India) বাজার সম্পর্কে আগ্রহী হয়ে পড়েছে বিদেশি সংস্থাগুলি। মনে করা হচ্ছে, আগামী এপ্রিল মাসেই কৌশলগত আলোচনা করতে ভারতে আসতে পারেন টেসলা কর্মকর্তারা। ওই আলোচনায় ভারতে টেসলার বিনিয়োগ, সম্ভাব্য কারখানার স্থান নির্বাচন এবং ভারতে (India) বৈদ্যুতিক যানের উৎপাদন সম্পর্কিত সরকারি নীতি উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।