বাংলা হান্ট ডেস্ক : প্রাইমারি টেট নিয়ে দুর্নীতি মামলার জল গড়িয়েছে বহু দূর। এরই মধ্যে নানান বিতর্ককে এড়িয়ে দীর্ঘ পাঁচ বছর বাদে ২০২২- সালে প্রাথমিকে নিয়োগের জন্য টেট (Primary TET) পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত বছরের ডিসেম্বর মাসে এই পরীক্ষা হয়। এবার পর্ষদের পক্ষ থেকে সেই পরীক্ষার উত্তর পত্রও প্রকাশ করা হল। কোন প্রশ্নের উত্তরের কোনটি সঠিক বিকল্পটি তা জানান হল হল পর্ষদের তরফ থেকে। স্বচ্ছ নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের ওএমআর শিটের (OMR Sheet) বা প্রতিলিপি দেওয়া হয় এবার।
প্রাথমিক শিক্ষা পর্ষদ ‘আনসার কি’ প্রকাশ করার ফলে পরীক্ষার্থীরা তাঁদের দেওয়া উত্তর মিলিয়ে দেখেও নিতে পারবেন। প্রার্থীরা সহজেই বুঝে যাবেন, তাঁর কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তাঁদের কাছে পরিষ্কার হয়ে তাঁরা ঠিক কত নম্বর পাচ্ছেন।
মঙ্গলবার পর্ষদের পক্ষ থেকে আনসার কি প্রকাশ করা হয়। সব বিষয় ও সব ভাষার প্রশ্নপত্রের উত্তরই সেখানে দেওয়া রয়েছে। www.wbbpe.org ও wbbprimaryeducation.org– এই দুই ওয়েবসাইটে গিয়ে আনসার কি দেখা যাবে। নম্বর প্রকাশিত হলে টেট পরীক্ষার্থীরা বুঝতে পারবেন কোনও সেখানে কোনও সমস্যা আছে কি না। দুর্নীতির অভিযোগের মধ্যেই নিজেদের স্বচ্ছ প্রমাণ করার একটা শেষ চেষ্টা করতে চাইছে পর্ষদ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, অভিযোগ উঠছে, এই অ্যানসার কি-র ভুল তুলে ধরার আবেদনের জন্য যে টাকা দিতে হবে, তা অনেকটা বেশি। সাধারণ পরীক্ষার্থীদের জন্য তা একেবারেই অসম্ভব। জানা যাচ্ছে প্রশ্ন পিছু ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে।
২০১৪ ও ২০১৭-র টেট নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সংস্থা সেই দুর্নীতির তদন্ত করছে। এরই মধ্যে চলতি বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়। লক্ষাধিক পরীক্ষার্থী সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেয় পর্ষদ।