বাংলাহান্ট ডেস্ক : আগামী ডিসেম্বর মাসে হবে প্রাথমিকের টেট পরীক্ষা। অপ্রত্যাশিতভাবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল টেটে। গত বার ৬ লক্ষ ৯০ হাজার জন টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১০ হাজারে। হিসাব অনুযায়ী প্রায় ৫০ শতাংশ কমে গেছে আবেদনকারীর সংখ্যা।
প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী ১০ই ডিসেম্বর আয়োজন করতে চলেছে টেট পরীক্ষার। কিন্তু এবার টেট পরীক্ষায় কেন আবেদনকারীর সংখ্যা এত কম? টেট পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এক লাফে এত কমে যাওয়ায় শোরগোল শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে। পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি কারণ প্রকাশ্যে এসেছে।
আরোও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার-কন্যাশ্রী নয়! এবার এই প্রকল্পে আরও বেশি সুবিধা পাবেন রাজ্যবাসী, ঘোষণা মমতা সরকারের
যদিও পর্ষদ দাবি করেছে এ বছর যেহেতু বিএড উত্তীর্ণ প্রার্থীরা টেট দিতে পারবেন না সেহেতু আবেদনকারীর সংখ্যা এতটা কমে গেছে। তবে অনেকেই মনে করছেন, যেহেতু বারবার টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছে সেহেতু এই পরীক্ষায় অনেকেই বসতে আগ্রহী নন। স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশও এমনটাই মনে করছেন এ বছর টেটে আবেদনকারীর সংখ্যা কমে যাওয়ার কারণ হিসাবে।
দীর্ঘ পাঁচ বছর পর শেষবার টেট পরীক্ষা হয়েছিল ২০২২ সালের ১১ ডিসেম্বর। সেই সময় প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে টেট পরীক্ষায় বসার জন্য। তবে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ২০ হাজার জন মতো। সেই সময় পর্ষদ সভাপতি জানান, এবার থেকে প্রতিবছর নিয়ম করে টেট পরীক্ষা নেওয়া হবে।