নিয়োগ দুর্নীতির মাঝেই প্রাইমারি TET নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ, কী জানাচ্ছে কমিশন?

বাংলা হান্ট ডেস্কঃ প্রাইমারি টেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। TET-র সার্টিফিকেট দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করল কমিশন। উচ্চ প্রাথমিকের টেট (TET) পাশ করেও সার্টিফিকেট নেননি এমন প্রার্থীদের জন্য একটি জরুরি নোটিশ দিয়েছে এসএসসি দক্ষিণ পূর্ব রিজিয়ন (WBSSC South eastern region)। কী জানানো হচ্ছে? রইল বিস্তারে।

জানানো হচ্ছে, যারা টেট পাশ করেও এখনও সার্টিফিকেট নেননি তাদের অবন্টিত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে। ১৪.৬.২৪ থেকে ০৫.০৭.২৪ এর মধ্যে ওই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। যারা এখনও নেননি, তাদেরকে কমিশন তরফে দেওয়া সময়ের মধ্যে তা সংগ্রহ করতে বলা হয়েছে।

জানিয়ে রাখি, বারাসাত জেলাপরিষদ ভবন থেকে ওই সার্টিফিকেট দেওয়া হবে। সেখান থেকেই চাকরিপ্রার্থীদের তা সংগ্রহ করতে হবে। সার্টিফিকেট সংগ্রহ করার পর SSC এর সেন্ট্রাল কমিশনে গিয়ে সার্টিফিকেটের লাইফটাইম বৈধকরণ করার জন্য বলা হয়েছে।

সার্টিফিকেট সংগ্রহ করতে অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রমাণ দিয়ে অফিসে নির্ধারিত তারিখের মধ্যে সার্টিফিকেট নিয়ে নিতে হবে। শংসাপত্র নিয়ে তা “জীবনকাল” বৈধকরণের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অফিসে যেতে বলা হয়েছে।

primary tet

আরও পড়ুন: জেলে বসেই কপাল খুলল পার্থ-মানিকের, বিরাট দুঃসংবাদ এল জ্যোতিপ্ৰিয়র জীবনে

SSC তরফে নোটিশে ইস্যু করে জানানো হয়েছে, WBCSSC মেমো নং 445(5)/6088/CSSC/ESTT/২০২৪ dtd ২৯,০৫,২৪-এর পরিপ্রেক্ষিতে, সমস্ত TET যোগ্য প্রার্থীদের এতদ্বারা অবহিত করা হচ্ছে যে অবণ্টিত TET সার্টিফিকেট বিতরণ করা হবে অফিস থেকে। ১৪.৬.২৪ থেকে ০৫.০৭.২৪ এর মধ্যে, অফিসের কাজের সময়ের মধ্যে TET সার্টিফিকেট সংগ্রহ করার জন্য জানানো হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর