অভিষেকের অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের! টেনে হিঁচড়ে তুললো পুলিশ, রণক্ষেত্র কলকাতা

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (SSC), প্রাথমিক টেট (Primary Tet) থেকে শুরু করে একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বাংলা। একদিকে যখন আদালতের নির্দেশের তদন্ত অগ্রসর করে নিয়ে চলেছে সিবিআই এবং ইডি, সেই মুহূর্তে অপরদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতিবাদে রণক্ষেত্র শহর কলকাতা (Kolkata)।

সেই ধারা বজায় রেখে বিক্ষোভ প্রদর্শনের কারণে ফের একবার শোরগোল ছড়িয়ে পড়ে এক্সাইড মোড় (Exide) চত্বরে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে প্রতিবাদ করতে দেখা যায় চাকরিপ্রার্থীদের।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সরগরম গোটা বাংলা। সিবিআই এবং ইডির তদন্ত মাঝে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে। অপরদিকে, দুর্নীতির অভিযোগ ওঠার পাশাপাশি নিয়োগের দাবি তুলে অবস্থান বিক্ষোভে বসে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। সেই ধারা বজায় রেখে এদিন এক্সাইড মোড়ের কাছে জমায়েত শুরু করে ২০১৪-এর নন ইনক্লুডেড টেট চাকরিপ্রার্থীরা।

পরবর্তীতে তাদেরকে তুলতে গেলে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রর চেহারা নেয় গোটা এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পাশাপাশি পরবর্তীতে বিক্ষোভকারীদের একপ্রকার বলপূর্বক প্রিজন তোলে পুলিশ। অপরদিকে, পুলিশের গাড়ির নিচে মাথা রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয়, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনেও প্রতিবাদ করতে দেখা যায় সকলকে।

Untitled design 2022 09 03T131357.756

প্রসঙ্গত, সম্প্রতি সল্টলেকের এপিসি ভবনের নিকট বিক্ষোভ বসে টেট চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয়, পরবর্তীতে আমরণ অনশনের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য পুলিশের বিরুদ্ধে জোর করে তাদেরকে তুলে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। একইসঙ্গে এদিন পুনরায় একবার বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে গাড়িতে তোলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

Sayan Das

সম্পর্কিত খবর