এইট পাশ করে শিক্ষক! ভাটপাড়ার তৃণমূল উপ পুরপ্রধানকে তলব বিচারপতি গাঙ্গুলির

বাংলাহান্ট ডেস্ক : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল আরও এক তৃণমূল (TMC) নেতার! এবার ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। তিনি না কি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে প্রাথমিক স্কুল শিক্ষক (Primary School Teacher) হিসেবে চাকরি করছেন! এই অভিযোগ পাওয়ার পরই তৃণমূল নেতাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুর একটার মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

দেবজ্যোতি ঘোষ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। জানা গেছে, তিনি নাকি অষ্টম পাস করেও প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন। এমনকি, একটা সময় পর্ষদের আপিল কমিটিতেও ছিলেন তিনি। যদিও বর্তমানে তিনি আর আপিল কমিটির সদস্য নন। এই অভিযোগ পাওয়ার পর ১৬ ডিসেম্বর স্বশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

দেবজ্যোতির বাড়ির ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে, বারাকপুর পুলিস কমিশনারকে এমনই নির্দেশ এদিন দিল আদালত। এরই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দেবজ্যোতি ঘোষ হাজিরা এড়িয়ে যান তাহলে আদালত পরবর্তী পদক্ষেপ করবে।

প্রসঙ্গত, দেবজ্যোতি ঘোষ মূল নিয়োগ দুর্নীতি মামলার পার্টি। যাকে ইতিমধ্যেই সিবিআই বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে। হাতে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, দেবজ্যোতি নিজের পাসপোর্ট ফর্মে অষ্টম শ্রেণী পাস করেছেন বলে দাবি করেছেন। অথচ তিনি একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। এই একটা নয়, তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তিনি ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। বেতন নিচ্ছেন। অথচ তিনি নির্বাচনে লড়ার আগে আদৌ অনুমতি নিয়েছেন কি না তা দেখা দরকার বলে দাবি করেছেন বিচারপতির। এমনকী, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে নিয়োগ করারও অভিযোগ রয়েছে। এবার তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন দেখার দেবজ্যোতি ঘোষ আদৌও আদালতে উপস্থিত হন নাকি কোনও অজুহাত দিয়ে এড়িয়ে যান কোর্টের নির্দেশ।


Sudipto

সম্পর্কিত খবর