বাংলাহান্ট ডেস্ক : টেট উত্তীর্ণদের প্রতিবাদে ফের সরগরম হলো কলকাতার রাজপথ। টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে পর্ষদ অফিস ঘেরাও করতে গেলে পুলিশের সাথে প্রায় খন্ড যুদ্ধ বাঁধে প্রতিবাদীদের। পর্ষদ অফিসের সামনে তারা পৌঁছালে পুলিশ রীতিমতো তাদের বাধা দিয়ে আটকানোর চেষ্টা করে। এরপর দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পর্ষদ অফিস ঘেরাও করার উদ্দেশ্যে বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ উল্টোডাঙ্গা থেকে মিছিল করে সল্টলেকে পর্ষদ অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন টেট চাকরিপ্রার্থীরা। এই মিছিলের খবর পেয়ে তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে হাজির হয় পুলিশ। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় টেট চাকরিপ্রার্থীদের। শেষ পর্যন্ত পুলিশে ঘেরাটোপ উতরে পর্ষদ অফিস পর্যন্ত আর যেতে পারেননি আন্দোলনকারীরা।
একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ রীতিমতো তাদের উপর বল প্রয়োগ করছে। পুলিশ জোরপূর্বক সেই আন্দোলনকারীদের একটি বাসের মধ্যে উঠিয়ে দেয়। তারপর বাসের মধ্যে থেকেই টেট চাকরিপ্রার্থীরা চিৎকার করে স্লোগান দিতে থাকে।
তারা জানিয়েছেন, অবিলম্বে আমাদের মত যোগ্য প্রার্থীদের কাজে নিয়োগ করতে হবে। ২০১৯ সালের জানুয়ারি মাসে আমরা পরীক্ষা দিয়েছিলাম। এরপর এতদিন কেটে গেল, এখনো পর্যন্ত আমাদের নিয়োগ হয়নি। তাদের দাবি বহু আবেদন করা হলেও আলোচনায় বসতে রাজি হয়নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে তারা এই পথ বেছে নিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি এসএসসি কাণ্ডের মতো টেটেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও।টেট পরীক্ষার্থীদের দাবি,এসএসসি পরীক্ষার্থীদের মতো তাদের সাথেও আলোচনা বসুক সরকার।