বাংলাহান্ট ডেস্ক: ভারত, আফ্রিকা, ইউরোপের কিছু দেশের দেখানো পথেই এবার হাঁটল থাইল্যান্ড। পুনর্ব্যবহার অযোগ্য অর্থাৎ ‘সিঙ্গেল ইউস প্লাস্টিক’ ব্যান করল থাইল্যান্ড। ২০২০র ১লা জানুয়ারি থেকেই কার্যকর হল এই আইন। খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে সিঙ্গেল প্লাস্টিক আর নেওয়া যাবে না এই মর্মে ফতোয়া জারি করেছে থাইল্যান্ডের মিলিটারি সরকার।
জানা গিয়েছে, এই আইন অনুযায়ী প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ে তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে থাইল্যান্ডবাসীকে। উপরন্তু খুব কম টাকাতেই পাওয়া যাবে এই ব্যাগগুলো। থাইল্যান্ডের টেলিভিশন চ্যানেলগুলোতে প্লাস্টিক ব্যাগের প্রদর্শন করা হচ্ছে ‘ঝাপসা’(Blur) করে দিয়ে। উল্লেখ্য কোনও কিছু সেন্সর করার বিষয়ে খুবই কড়া থাইল্যান্ড সরকার। সিগারেট, নগ্নতা, মাদকদ্রব্য, হিংস্র ছবি এসবই ঝাপসা করে দেওয়া হয় টেলিভিশনে প্রদর্শনের সময়। সেই তালিকায় এবার যোগ হল প্লাস্টিক ব্যাগের ছবিও।
থাইল্যান্ডের বেশ কয়েকটি বড় সংস্থা যেমন 7-Eleven, Robinsons, The Mall Group সাধুবাদ জানিয়েছে এই ঐতিহাসিক পদক্ষেপকে। এই নিয়ে সর্বমোট ৭৫টি সংস্থা যোগ দিয়েছে প্লাস্টিক ব্যানের বিরুদ্ধে এই প্রচারে। থাইল্যান্ডবাসীরাও ভাল মনেই গ্রহণ করেছে পুরো বিষয়টা। অনেকে আবার নানা অদ্ভূত উপায়ও বের করেছে প্লাস্টিক ব্যানের বিষয়টা কার্যকরী করতে। থাইল্যান্ডের এক ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে এমনই কয়েকটি ছবি।
উল্লেখ্য সারা বিশ্বের জলদূষনের পেছনে একটা বড় হাত রয়েছে থাইল্যান্ডের। প্লাস্টিক দূষনের কারনে বহু জলজ জীবই প্রাণ হারাচ্ছে। থাইল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিষয়ক মন্ত্রী জানান, সিঙ্গেল ইউস প্লাস্টিক ব্যান করার এই নতুন আইন থাইল্যান্ড ও সারা বিশ্বের জন্য নতুন বছরের উপহার। ইতিমধ্যেই সারা বিশ্বের প্রায় ১৯০এরও বেশি দেশ সিঙ্গেল ইউস প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, তাঁর মন্ত্রক ও থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রক মিলিত ভাবে প্লাস্টিকের ভয়াবহতার বিষয়ে তরুণদের শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে।