মুসলিম ব‍্যক্তিকে সন্ত্রাসবাদী রূপে দেখানো হয়েছে ছবিতে! কুয়েতে নিষিদ্ধ থালাপতি বিজয়ের ‘বিস্ট’

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির রাজত্ব যখন একবার শুরু হয়েছে তখন আর সহজে থামার লক্ষণ নেই। আগামীতে একগুচ্ছ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে দক্ষিণে। তার মধ‍্যে অন‍্যতম থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) ‘বিস্ট’ (Beast)। আর দিন কয়েক পরেই মুক্তি পেতে চলেছে অ্যাকশন ধর্মী ছবিটি। তার আগেই কুয়েতে নিষিদ্ধ হল বিজয়ের ‘বিস্ট’।

আগামী ১৩ এপ্রিল সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে এই ছবি। তার ঠিক আগেই কুয়েত সরকার ছবিটিকে নিষিদ্ধ বলে ঘোষনা করেছে। জানা যাচ্ছে, ‘বিস্ট’ ছবিতে মুসলিমদের সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখানোর জন‍্যই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে কুয়েত সরকারের তরফে।


কুয়েতের তথ‍্য মন্ত্রকের তরফে বিস্ট ছবিটিকে নিষিদ্ধ বলে ঘোষনা করা হয়েছে। ছবির ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকরা। এমনকি শাহরুখ খানও নিজেকে থালাপতি বিজয়ের অনুরাগী বলে দাবি করে প্রশংসা করেছিলেন ট্রেলারের।

কিন্তু ট্রেলার দেখে আভাস পাওয়া গিয়েছিল যে ছবিতে ইসলাম সন্ত্রাসের কিছু দৃশ‍্য রয়েছে। শোনা যাচ্ছে, একজন মুসলিম ধর্মাবলম্বীকে সন্ত্রাবসাদী রূপে দেখানো হয়েছে ছবিতে। তাই আপত্তি দেখিয়ে ছবিটিকে নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। আবার এমনো শোনা যাচ্ছে, পাকিস্তান বিরোধী ভাবাবেগ উস্কানি দেওয়ায় কুয়েতে বন্ধ করে দেওয়া হয়েছে ছবির মুক্তি।

তবে ঠিক কী কারণে ব‍্যান করা হল ছবিটিকে তা এখনো পর্যন্ত জানানো হয়নি কুয়েত সরকারের তরফে। উল্লেখ‍্য, এটাই প্রথম বার না। এর আগে ডালকর সলমানের ‘কুরুপ’ এবং বিষ্ণু বিশালের ‘এফআইআর’ ছবি দুটিও ব‍্যান করে দেওয়া হয়েছিল কুয়েতে।

কুরুপ ছবিতে একজন অপরাধীকে কুয়েতে আশ্রয় নিয়ে দেখানো হয়েছিল। অন‍্যদিকে এফআইআরে উঠে এসেছিল সন্ত্রাসের গল্প। অভিযোগ উঠছে, যেসব ছবিগুলিতে আরব দেশগুলিকে সন্ত্রাসবাদীদের আতুঁড় ঘর হিসাবে দেখানো হয় সেগুলিই নিষিদ্ধ হয় কুয়েতে। তবে একটা বিষয় স্পষ্ট, কুয়েতে নিষিদ্ধ হয়ে যাওয়ায় ‘বিস্ট’ এর বক্স অফিস কালেকশনে গভীর প্রভাব পড়তে চলেছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর