বছরের শুরুতেই বিচ্ছেদের খবর, ২৩ বছরের সংসার ভেঙে আলাদা হচ্ছেন থালাপতি বিজয়!

বাংলাহান্ট ডেস্ক: প্রেমের সম্পর্ক হোক বা বৈবাহিক বন্ধন, সবকিছুই এখন বিনোদন দুনিয়ায় খুব ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। সংবাদ শিরোনামে শুধুই তারকাদের আলাদা হয়ে যাওয়ার খবর। আর এই একটি বিষয়ে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বেশ মিল রয়েছে। তাই বলে নতুন বছর শুরু হতে না হতেই বিচ্ছেদের (Divorce) খবর শুনতে কারই বা ভাল লাগে? কিন্তু গুঞ্জন বলছে, ২০২৩ এই নাকি বিয়ে ভেঙে আলাদা হয়ে যাচ্ছেন অভিনেতা থালাপতি বিজয় (Thalapathy Vijay) এবং তাঁর স্ত্রী সঙ্গীতা।

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। দর্শকদের বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তামিল সুপারস্টার। মহিলা মহলে বিজয়ের জনপ্রিয়তা দেখার মতো। তবে ব্যক্তিগত জীবনে তাঁর মন কিন্তু অনেক দিন আগেই জিতে নিয়েছে অন্য কেউ। বিগত ২৩ বছর ধরে সঙ্গীতা সর্ণালিঙ্গমের সঙ্গে সুখী বৈবাহিক জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু তাঁদের সুখী পরিবারে নাকি সম্প্রতি বিষাদের কালো মেঘের আনাগোনা বেড়েছে।

vijay21624255672 1024x768 1

ইন্ডাস্ট্রির অন্তরে জোর গুঞ্জন, ২৩ বছরের সংসার ভেঙে আলাদা হয়ে যাচ্ছেন বিজয় এবং সঙ্গীতা। কিন্তু আচমকা এমন জল্পনার কারণ কী? আসলে গত কয়েকদিনে অভিনেতার পাশে দেখাই মেলেনি তাঁর স্ত্রীর। পরিচালক অ্যাটলির স্ত্রীর সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। এমনকি বিজয়ের আসন্ন ছবি ‘ভারিসু’র গান লঞ্চের অনুষ্ঠানেও দেখা মেলেনি সঙ্গীতার।

এর মধ্যেই গুজব ছড়ায়, থালাপতি বিজয়ের উইকিপিডিয়া পেজে নাকি লেখা হয়েছে, সঙ্গীতার সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেতার। গুঞ্জনের আগুন দাবানলে পরিণত হতে বেশি সময় লাগেনি। কিন্তু বিজয় সম্পূর্ণ মৌন। আসলে ব্যক্তিগত জীবন তিনি বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন। তাই বিতর্ক তুঙ্গে উঠলেও কোনো মন্তব্য করেননি বিজয়।

thalapathy vijay

তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, বিজয় এবং সঙ্গীতার মধ্যে কোনো ভাঙনের খবর নেই। এই মুহূর্তে অভিনেতার স্ত্রী রয়েছেন দেশের বাইরে। মার্কিন মুলুকে দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। তাই বিজয়ের পাশে দেখা যায়নি সঙ্গীতাকে।

প্রসঙ্গত, বিজয় সঙ্গীতার আলাপ ১৯৯৬ সালে। অভিনেতার একটি হিট ছবি দেখে ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন সঙ্গীতা, শুধু তাঁকে দেখার জন্য। দুজনের প্রথম দেখা একটি ছবির সেটে। প্রথম দেখাতেই ভালবেসে ফেলেছিলেন বিজয়। সঙ্গীতাকে নিয়ে নিজের পরিবারের কাছে নিয়ে গিয়েছিলেন দেখাতে। অতঃপর দুজনের প্রেম এবং ১৯৯৯ এ বিয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর