বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর আজ ভারতীয় দল নিজেদের প্রথম অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল। আজকের ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এদের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলে তারপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। ততদিনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শেষ হয়ে যাবে এবং ভারত বনাম পাকিস্তান মহারণের দিনও চলে আসবে।
আজকের ম্যাচের একাদশে কয়েকটি চমক ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের মতোই লোকেশ রাহুল এবং বিরাট কোহলিকে এই ম্যাচ থেকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। রাহুলের অনুপস্থিতিতে এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন তারকা উইকেটরক্ষক রিশভ পন্থ। গত দুই-তিন মাসে বেশি ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। তাই আজকের ম্যাচে তাকে সুযোগ দিয়ে রাখতে চাই ছিলেন অধিনায়ক রোহিত।
কিন্তু ব্যাট করতে নেমে হতাশ করেন রোহিত এবং পন্থ দুজনেই। রোহিত মাত্র ৩ রানে আউট হওয়ার পর পন্থ ১৭ বল খেলে মাত্র ৯ রান করে আউট হন। বিরাট কোহলির অনুপস্থিতিতে আজ তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল দীপক হুডাকে। ১৪ বলে ২২ আক্রমনাত্মক ইনিংস খেলে আউট হয়েছিলেন তিনি। বিশ্বকাপে যে বিরাট এবং রাহুলকে ভারতীয় দলের কতটা প্রয়োজন তা আরো একবার আজ প্রমাণ হয়ে গেল ভারতীয় টপ অর্ডারের অবস্থা দেখে।
তবে টপ অর্ডার ভালো ব্যাটিং করতে না পারলেও ফের একবার ভারতীয় দলের ত্রাতা হয়ে দাঁড়ান সূর্যকুমার যাদব। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে ৩টি চার ও ৩টি ছক্কা সহ ৩৫ বলে ৫২ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন তিনি। তারপর দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন হার্দিক পান্ডিয়া। ২০ বলে ২৯ রান করেন তারকা অলরাউন্ডার। শেষ ৩ ওভারে ২৯ রান তোলে ভারত। তবে দীনেশ কার্তিক আজ কত রান করেছেন সেটা বিসিসিআই উল্লেখ করেনি।
View this post on Instagram
এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপের দাপটে ৬ ওভারের মধ্যে মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সেখান থেকে শেষ পর্যন্ত মাত্র ১৩ রানে জয় পায় ভারত। বোঝাই যাচ্ছে বল হাতে পাওয়ার প্লে-তে বিশেষ চিন্তা না থাকলেও ডেথ ওভার এই চিন্তা থেকেই যাচ্ছে ভারতীয় দলের। আজ ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন অর্শদীপ। ২টি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং ভুবনেশ্বর কুমার।