ব্যবসা শুরু করেছিলেন ভাড়ার কম্পিউটার দিয়ে, বাঙালি কন্যার সেই সংস্থা আজ পৌঁছেছে ১০০ কোটিতে

বাংলাহান্ট ডেস্ক : অনেকেই বলেন বাঙালি ব্যবসা পারে না। বাঙালির কাছে কেরিয়ার মানে প্রধান লক্ষ্য সরকারি চাকরি। কিন্তু সেই কথা যে ভুল তা আবারও প্রমাণ করে ছাড়লেন বর্ধমানের (Burdwan) মেয়ে অঙ্কিতা। টায়ার 5-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর অঙ্কিতা নন্দী। ২০১৫ সালে অঙ্কিতা তার মার্কিন স্বামীর জনের সাথে শুরু করেন ব্যবসা।

তাদের কোম্পানির প্রধান কাজই ছিল অন্যান্য কোম্পানির ব্যবসার জন্য সহযোগী জিনিস তৈরি করে দেওয়া। সল্টলেকে বর্তমানে অফিস রয়েছে অঙ্কিতার। অঙ্কিতার এই কোম্পানিতে এখন ১০০ জন কর্মরত। ব্যবসা সফল এই বাঙালি কন্যার জন্ম বর্ধমানে। বর্ধমানের সাধারণ বাঙালি পরিবারে বেড়ে ওঠা তার। সেখান থেকেই শুরু করে আজ তিনি পৌঁছেছেন এক অনন্য শিখরে।

অঙ্কিতার ছোট থেকেই স্বপ্ন ছিল কোনও কোম্পানি প্রতিষ্ঠা করার। যে সময় কলেজে পড়তেন সেই সময় থেকেই তিনি সফটওয়্যার তৈরি শুরু করেন। এরপর বর্ধমান থেকে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করেন। এরপর আমেরিকান স্বামী জিন ভঘনের সাথে মিলে ২০১৫ সালে তৈরি করেন তার সংস্থা টায়ার 5। বর্তমানে দেড় হাজারেরও বেশি গ্রাহক রয়েছে অঙ্কিতার কোম্পানির।

আমেরিকার ইন্ডিয়ানাতে কোম্পানির প্রধান দপ্তর অবস্থিত। এছাড়াও অঙ্কিতার কোম্পানি টায়ার 5 এর শাখা অফিস রয়েছে কলকাতার সল্টলেকে। এই কোম্পানিটি এখনও পর্যন্ত ২৫ টি সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করেছে। কোম্পানির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবলেরও নেতৃত্ব দেন অঙ্কিতা। আট বছরের ব্যবসায়িক জীবনে বেশ কিছু সম্মানেও ভূষিত হয়েছেন অঙ্কিতা।

ankita nandi 101166308

বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা শেষ করে অঙ্কিতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করেন। টায়ার ফাইভ এর ২০২১ সালে ভ্যালু ছিল ১২ মিলিয়ন ডলার। বর্তমানে এটি ১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। ভাবলে অবাক হতে হয় ২০১৫ সালে অঙ্কিতা ও জন দুটি ভাড়া করা কম্পিউটার ও একজন ডেভলপার এবং একজন এইচআর এক্সিকিউটিভ নিয়ে শুরু করেন এই কোম্পানি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর