২০১১ সালে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ফিক্স ছিল, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী।

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা কয়েক বছর আগে অভিযোগ করেছিল যে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ গড়াপেটা হয়েছিল। এবার সেই একই অভিযোগ তুললেন শ্রীলঙ্কার প্রাপ্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগ। কলোম্বোয় একটি টিভি চ্যানেলে শ্রীলঙ্কার প্রাপ্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগ অভিযোগ করেন, শ্রীলঙ্কা 2011 সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল।

2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মাহিন্দানান্দা অতুলগামাগ। এখন বর্তমানে তিনি শ্রীলঙ্কার বিদ্যুৎ মন্ত্রী হিসাবে কাজ করছেন। শ্রীলঙ্কার সিরিসা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “2011 সালে বিশ্বকাপ ফাইনাল আমরা বিক্রি করে দিয়েছিলাম ভারতের কাছে।”

12215169edc42ac3103cccf92b9f0750bf8c7746ab09e38f15ccfb60f4b1c238b156d3af

মাহিন্দানান্দা অতুলগামাগ বলেছেন আমি নিজে সেই সময় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলাম কিন্তু তখন সব কিছু জানার সত্ত্বেও আমি তথ্য ফাঁস করতে চাই নি। তিনি বলেন এর সাথে কোনো ক্রিকেটার যুক্ত ছিলেন না, তবে বেশ কিছু বিভাগ যুক্ত ছিল।


Udayan Biswas

সম্পর্কিত খবর