পাকিস্তান সুপার লিগের জন্য পিছিয়েছে ২০২৩ বিশ্বকাপ।

করোনা আতঙ্কের কারণে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এই বছর বিশ্বকাপ পিছিয়ে 2021 সালে করে দেওয়া হয়েছে।

পূর্ব সূচি অনুযায়ী এই বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হলে পরের বছর অর্থাৎ 2021 সালে টিটোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে কিন্তু সেই বিশ্বকাপটি পিছিয়ে 2022 সালে করে দেওয়া হয়েছে। তার পরের বছর ফের অর্থাৎ 2023 সালে ওয়ানডে বিশ্বকাপও ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। তবে জানা গিয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপও কয়েক মাস পিছিয়ে দিয়েছে আইসিসি।

2637551474d9235ab21ac1a1a7e5d2a46a689e3637edefccd0b8d055454582ba29eac841d

2023 বিশ্বকাপ ফেব্রুয়ারি- মার্চ মাসে হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে সেই সময় পাকিস্তান সুপার লিগ করতে চায় পিসিবি। সেই কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি আইসিসিকে 2023 বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি 2023 বিশ্বকাপ ফেব্রুয়ারি মাসে থেকে পিছিয়ে নভেম্বর- ডিসেম্বর মাসে করেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর