ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে 5G স্মার্টফোন iQOO3

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ২৫ ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে 5G স্মার্টফোন iQOO3। iQOO চিনের স্মার্টফোন কোম্পানি Vivo-র সাবব্র্যান্ড। এবার এই ব্র্যান্ড পৃথক হয়ে নতুন স্মার্টফোনের সঙ্গে ভারতে আসছে। iQOO 3 স্মার্টফোন Geekbench-এও স্পটও করেছে। লিস্টিংয়ে এই ফোনের কোডনেম রাখা হয়েছে ‘kona’।

এই ফোনটিতে থাকছে qualcomm snapdragon 865 প্রসেসর, থাকছে ৮ জিবি র‌্যাম, আর তা Android 10 ও এস কাজ করবে। QOO3 স্মার্টফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে থাকতে পারে। যার রেজোলিউশন হতে পারে 1080 x 2400 পিক্সেল।

এই ফোন লঞ্চ হতে পারে 6GB, 8GB র‍্যাম ভেরিয়েন্টে। থাকছে ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।  ফটোগ্রাফির জন্য ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। সেলফির জন্য এই স্মার্টফোনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনে পাওযারের জন্য থাকতে পারে 4,370এমএইইচ ব্যাটারি।

এই ফোনটি পাওয়া যাবে অনলাইন বিক্রির মাধ্যম ফ্লিপকার্টে। যদিও দাম নিয়ে এখনো কিছু জানা যাচ্ছে না। ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে ফোনটি বেশ মজবুত হবে। একই সাথে শক্তিশালী র‍্যামের কারনে ফোনটি যথেষ্ট নজর কাড়বে ক্রেতাদের কাছে। এই ফোনে ফটোগ্রাফিও বেশ ভালোই হবে বলে মনে করা হচ্ছে।

 

 

সম্পর্কিত খবর

X