বাংলাহান্ট ডেস্কঃ বোধনের আগেই বিসর্জনের সুর বেজে উঠল তারকেশ্বরের (tarakeswar) জয়নগর গ্রামের তরুণ সংঘের দুর্গাপুজো। বন্ধ হয়ে গেল দীর্ঘ ৪৬ বছরের পুজো। জানা গিয়েছে, জমি জমা নিয়ে কিছু সমস্যা হওয়ায় এবং সেইসঙ্গে পুলিশের অনুমতি এবং পুজো অনুদান না মেলায় শেষমেশ বন্ধ হয়ে যায় গ্রামের পুজো।
পুজো বন্ধ হয়ে যাওয়ায় গোটা গ্রামে নেমে এসেছে বিসর্জনের ছায়া। আট থেকে আশি সকলেই বছরভর অপেক্ষা করে থাকেন এই চার দিনের জন্য। এই কদিন সবকিছু ভুলে পুজোর আনন্দে মেতে ওঠেন সকলেই। তবে এবারে গ্রামে পুজো বন্ধ হয়ে যাওয়ায় যেন অন্ধকার নেমে এসেছে গোটা গ্রামে।
ঘটনার বিষয়ে জানা গিয়েছে, যে স্থানে পুজো হয়, সেই জমির মালিক রাজ কুমার দাস, জয়দেব দাস, কার্তিক দাস আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, তাঁদের জমি দখলের চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ। তবে এই মামলায় শুক্রবার আদালত রায় দেয়, এবারে পুজো করতে পারবে ক্লাব কর্তৃপক্ষ।
তবে যখন ক্লাব আধিকারিকরা পুলিশের কাছে পুজোর জন্য অনুমতি নিতে যায়, তখন পুলিশ না করে। সেইসঙ্গে জানিয়ে দেয়, এবারে তাঁরা পুজোর অনুদানও পাবে না। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রায় ঘন্টাচারেক ধরে পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত গ্রামবাসীরা। পুলিশ পুজোর অনুমতি দেয়নি, এমনটা ঘোষণা করে শুরু হয় প্যান্ডেল খোলার কাজও।
অন্যদিকে এই বিষয়ে জমির এক মালিক জয়দেব দাসের কন্যা সুলেখা দাস জানিয়েছেন, আদালতের পক্ষ থেকে এই পুজোর জন্য কোন অনুমতি দেওয়া হয়নি। ক্লাব কর্তৃপক্ষরাই গ্রামবাসীদের ভুল বোঝাচ্ছেন।