বাংলাহান্ট ডেস্কঃ একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধের প্রকল্প ‘দুয়ারে রেশন’ (Duare Ration) নিয়ে। কোনমতেই রাজ্যের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে নারাজ ডিলাররা। নানারকম সমস্যার তালিকা তৈরি করেছে তাঁরা।
একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলার মানুষকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসকল প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণের পথে এগোলেও, থমকে গেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। জানা গিয়েছে, কালীপুজোর পর থেকে রেশন পরিষেবায় যুক্ত হতে চলেছে মুগ, মুসুর এবং অড়হড় ডালও। কিন্তু কোন পরিস্থিতিতেই দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পক্ষে মত দিচ্ছেন না ডিলাররা।
এই বিষয়ে শুক্রবার দিল্লীতে এক সাংবাদিক বৈঠকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যান্ড রেশন ডিলার্স অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে বিশ্বম্ভর বসু জানান, ‘এখনই ”দুয়ারে রেশন” প্রকল্প চালু করা সম্ভব নয়। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। এই পরিষেবা চালুর জন্য নেই প্রয়োজনীয় লোকবল, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুসারে, রেশন সামগ্রী এভাবে দোকানের বাইরে বের করাও সম্ভব নয়’।
তিনি আরও জানান, ‘যেদিন দুয়ারে গিয়ে রেশন দেওয়া হবে, সেদিন দোকান বন্ধ থাকায়, অনেকে এসে ফিরে যাবেন। তারউপর এই রেশনের মালপত্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে গাড়ী কেনার জন্য যে অর্থ দেওয়া হচ্ছে, তাও যথেষ্ট নয়। আবার গাড়ি রাখারও একটা জায়গার প্রয়োজন’। সবমিলিয়ে এখও জট কাটেনি মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের।